ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাজারে নাকি চলে এল নকল কুমার শানু (Kumar Shanu)? এই নকল কুমার শানু কী তাহলে আসল কুমার শানুকে টেক্কা দেবে? এমনটা কী হয়? আসল কুমার শানু নিজেই তো এমনটা দেখে অবাক হয়ে গেলেন। এবার কী তবে কুমার শানুকে নিয়ে টানাটানি হচ্ছে! এই নকল কুমার শানু কে? হঠাৎ করেই নকল কুমার শানুকে নিয়ে হইচই। নেটিজেনরা কী বলছেন? আসল কুমার শানুই বা নকল কুমার শানুকে দেখে কতটা অবাক হলেন। এর ভিতরে রহস্যটাই বা কী? চলুন আজকে জেনে নেওয়া যাক।
আসল শানু (Kumar Shanu)
কুমার শানু (Kumar Shanu) যিনি নয়ের দশকের এক জনপ্রিয় গায়ক তাঁর গাওয়া গান প্রত্যেকটাই হিট। ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর কাটিয়ে ফেলেছেন । ইদানিং তাঁরই মত দেখতে, কথা বলা, হাঁটাচলা এমনকি কন্ঠও এক, এমন এক ব্যক্তিকে গান গাইতে দেখা গিয়েছে। তিনি এখন নকল কুমার শানু বলে সবার কাছে পরিচিত। কোথা থেকে এল নকল কুমার শানু? তিনি আসলে কে ?
আরও পড়ুন: Pinky Banerjee: কাঞ্চনের দ্বিতীয় সন্তান জন্মের পরেই চ্যালেঞ্জের মুখে পিঙ্কি? কী বোঝাতে চাইলেন?
ইন্ডিয়ান আইডল (Kumar Shanu)
‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চর সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। এই মঞ্চেই নকল কুমার শানুকে (Kumar Shanu) গান গাইতে দেখা যায়। যাঁর নাম গাজিউল। যাঁর গান শুনে আসল কুমার শানু মুগ্ধ। আচমকাই তাঁরই মতো দেখতে শুধু নয়, কণ্ঠও হুবহু এক। এমনটা দেখে তিনি নিজেও বেশ অবাক।
মঞ্চে বিচারক হিসেবে থাকা বিশাল ও শ্রেয়া ঘোষাল তাঁর গান শুনে অবাক। এই ব্যক্তি নিজেকে জুনিয়র কুমার শানু বলেন। সামনে প্রিয় গায়ককে দেখে কেঁদেও ফেললেন তিনি। গান শুনে প্রিয় গায়ক মজার ছলে বললেন, “এবার বুঝতে পারছি। আমার শোগুলো কোথায় যাচ্ছে।” ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চে তাঁরা ডুয়েটও গাইলেন। তাঁদের গান শুনে বেশ উপভোগ করলেন বিচারকের আসনে থাকা বিশাল ও শ্রেয়া ঘোষাল।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
আছেন এমন অনেক শিল্পী
প্রকৃতপক্ষে এমন অনেক শিল্পীই আছেন যাঁরা কন্ঠ নকল করে গান করেন। অনেকে আবার কথাও নকল করতে পারেন। এভাবে বহু শিল্পীরা তাঁদের সংসার চালান। কিন্তু ‘ ইন্ডিয়ান আইডল’ মঞ্চে এমন দৃশ্য মনে হয় কেউই ভাবতে পারেননি। নকল কুমার শানুর এমন কন্ঠ প্রিয় গায়ক থেকে শুরু করে বিচারকরা বেশ উপভোগ করেছেন। শুধু তাই নয়, শ্রোতারাও খুব খুশি। এই নকল কুমার শানুর গান দর্শক মহলেও বেশ প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: Vijay Deverakonda: সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন বিজয়, দক্ষিণী স্টারের এ কী হাল?
হুবহু এক
দেখতে হুবহু একই রকম, আবার গানের গলাও একই রকম! এমন জুড়ি মেলা ভার। বহু ক্ষেত্রেই একই রকম দেখতে হলেও, কণ্ঠস্বরে সামঞ্জস্য দেখা যায় না। এর আগেও এক জুনিয়র কুমার শানুর দেখা মিলেছিল। বীরভূমের রামপুরহাটের কাজিবর রহমান। তিনি বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে কুমার শানুর বেশে পৌঁছে কুমার শানুর গান করেন। কুমার শানুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় ইন্ডিয়ান আইডল মঞ্চের দৌলতে। এই তো গত বছরের কথা। একে অপরকে জড়িয়ে ধরেন এবং একসঙ্গে ডুয়েট গলায় গানও গান।