ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার রাজ্য সরকারের আইনজীবীদের নতুন প্যানেল নিয়ে অসন্তোষপ্রকাশ কলকাতা হাইকোর্টের (Calcutta HC)। প্রয়োজনে আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপ চাওয়া হবে এবং নতুন প্যানেল থেকে বেশ কয়েকজনকে বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলে হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর।
নতুন প্যানেল থেকে কয়েকজনকে বাদ দেওয়ার সুপারিশ (Calcutta HC)
ঘটনার সূত্রপাত, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি মামলায় রাজ্যের আইনজীবীর উপস্থিত না হওয়ায়। পরে অন্য এক আইনজীবী উপস্থিত হন। কিন্তু তিনি সেই মামলার বিন্দু-বিসর্গ কিছু জানতেন না। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Calcutta HC)। তিনি তাঁর পর্যবেক্ষণে বলেন, রাজ্যের আইনজীবীদের মামলা লড়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের আইনজীবীরা উপস্থিত থাকছেন না। এমনকি উপস্থিত হলেও অনেকেই মামলা সম্পর্কে অবহিত নন বা মামলা পড়ে বা জেনে আসছেন না।
আরও পড়ুন: Howrah: স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে চম্পট স্ত্রীয়ের! প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ
এরপরই রাজ্য সরকারের নতুন আইনজীবীর প্যানেল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবীদের নতুন প্যানেল প্রকাশিত হয়েছে। তাতে বেশ কিছু বদল হয়েছে। পুরনো বেশ কয়েকজনের বদলে প্যানেলে জায়গা পেয়েছেন কিছু নতুন আইনজীবী। মূলত তাঁদের ভূমিকা নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আরও পড়ুন: HC On Sandip Ghosh: চার্জ গঠনের সময়সীমা বাড়ানো হোক, সন্দীপের আর্জি খারিজ হাইকোর্টের
বিচারপতি বসু বলেছেন, ‘রাজ্য সরকারের প্যানেলের নতুন আইনজীবীদের মধ্যে অনেককেই চিনতেই পারছি না। অনেকেই প্রথমবার হাইকোর্টে (Calcutta HC) প্র্যাকটিস করতে দেখছি। আলিপুর কোর্ট থেকেও অনেক আইনজীবীকে নিয়ে এসে প্যানেলে জায়গা দেওয়া হয়। হলে যা হওয়ার তাই হচ্ছে। ওই আইনজীবীদেরে রাজ্যের প্যানেল থেকে বাতিল করার সুপারিশ করব। রাজ্যের কৌসলীকে পুরো বিষয়টিতে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। তা না হলে রাজ্য সরকারের আইনজীবীদের প্যানেলটি আইন মন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করবো।’