ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) শোকজ করল নির্বাচন কমিশন। তালডাংরার জনসভায় সুকান্ত মজুমদারের মন্তব্যে ভারতের জাতীয় প্রতীক এবং রাজ্য পুলিশকে অপমান করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আজ রাত ৮ টার মধ্যে জবাব তলব নির্বাচন কমিশনের।
দোরগড়ায় উপনির্বাচন। এদিকে যে কেন্দ্রগুলিতে ভোট হবে, অধিকাংশ জায়গাতেই নানাবিধ অভিযোগ উঠে আসছে। কোথাও গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠে আসছে। তবে ‘কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, ভোট কারচুপির’ অভিযোগ বরাবরই করে এসেছে শাসকদল। আর ঠিক অপরদিকে, ‘পুলিশ তৃণমূলের দলদাস’, বরাবর অভিযোগ জানিয়ে এসেছে বিজেপি।
আরও পড়ুন: প্রসূতি রোগীকে ফিরিয়ে দিল হাসপাতাল! পুনরায় নিয়ে গেলে রোগীকে মারধরের অভিযোগ
আরও পড়ুন: রাষ্ট্রসংঘে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, আমন্ত্রণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে উপনির্বাচনে জিততে চাইছে বিজেপি (BJP)। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশ এবং অশোক স্তম্ভের অপমানের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতারা। সুকান্তকে শোকজ করার দাবি নির্বাচন কমিশনকে জানায় তৃণমূল কংগ্রেস। তারপরেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের।