ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুঞ্জন কি তবে (Trina Saha) সত্যি হল? আবারও ছোট পর্দায় ফিরছেন তৃণা সাহা (Trina Saha) । স্টার জলসার পর্দায় তাঁর কামব্যাক নিশ্চিত। আর সঙ্গী হবেন ইন্দ্রজিৎ। এমনটাই ইঙ্গিত মিলল, জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতে।
তৃণার সঙ্গী ইন্দ্রজিৎ (Trina Saha)
গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই (Trina Saha) শোনা যাচ্ছিল, আবারও ছোট পর্দায় তৃণা সাহা ফিরতে চলেছেন। এর আগেও তিনি দর্শকদের একাধিক মেগা উপহার দিয়েছেন। ছোট পর্দা থেকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। যদিও শেষের দিকে ‘বালিঝড়’ কিংবা ‘লাভ বিয়ে আজকাল’ এর মাধ্যমে ছোট পর্দায় সেভাবে সাড়া ফেলতে পারেননি। এবার শোনা যাচ্ছে, তিনি আবারও নতুন ফর্মে ফিরছেন স্টার জলসাতে। গত মঙ্গলবার সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো।সেখানেই তাঁকে দেখা গেল নতুন জুটিতে। তৃণার সঙ্গী অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। এর আগে ইন্দ্রজিৎকে দেখা গেছিল ‘সাথী’ খ্যাত ধারাবাহিকে। মাঝে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় পর্দাতেও তৃণার দেখা মিলেছে। তবে কি আবার তৃণা সেই শক্ত খুঁটি টেলিভিশনেই ফিরে এলেন?
জল্পনায় সিলমোহর! (Trina Saha)
গত বছরের শেষ থেকেই এই জল্পনা (Trina Saha) জোরদার হতে থাকে। গত নভেম্বর, টলিপাড়ায় কানাঘুষো ওঠে, ছোট পর্দায় ফেরার জন্য তৃণা জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যদিও তখন কথাবার্তা চললেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সেই জল্পনায় যে সিলমোহর পড়তে চলেছে তার ইঙ্গিত মিলল জলসা পরিবারের অ্যাওয়ার্ডে।
আরও পড়ুন: Priyanka Chopra: ফটোশিকারিদের কবলে প্রিয়াঙ্কার মেয়ে, বাঁচাতে কী করলেন অভিনেত্রী?
ফিরলেন নতুন জুটিতে
মাঝে স্বামী নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সঙ্গে যৌথ ভাবে পোশাক বিপণনী সংস্থা তৈরি করেছিলেন তৃণা। নাম দেন ‘ক্লথ বাই তৃনীল’। সেই সংস্থার পাশাপাশি নানান কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। এর আগেও একবার অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, প্রেম থেকে থ্রিলার, এমনকি কমেডি সব ঘরানায় তিনি কাজ করেছেন। এবার তাঁর নিজেকে নেতিবাচক চরিত্রে দেখার ইচ্ছা আছে। তিনি জানতে চান, নেতিবাচক চরিত্রে অভিনয় করে বিষয়টাকে কতটা ফুটিয়ে তুলতে পারেন। সুযোগ পেলেই তিনি নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে অভিনয় করবেন। তৃণার অনুরাগীদের জন্য, এটা একটা সুখবর। ছোট পর্দায় তৃণা ফিরছেন, তাও আবার একেবারে নতুন জুটিতে।
আসন্ন সিরিয়ালে তৃণার লুক
প্রোমোতে নায়কের বাইকে চেপে এন্ট্রি নিয়েছেন তৃণা। হাতে বাজারের ব্যাগ, আর আস্ত একটা মাছ। প্রসঙ্গত, যেখানে অধিকাংশ নায়িকা পশ্চিমী পোশাকে তাক লাগিয়েছেন, সেখানে শাড়িতে দেখা গিয়েছে তৃণাকে। তাই অনেকেই মনে করছেন, হয়ত আসন্ন সিরিয়ালে তৃণাকে ঠিক এই লুকেই দেখতে পাওয়া যাবে।