ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের নিশানায় ধানমন্ডির ৩২ নম্বর। বাংলাদেশের(Bangladesh) ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই বাড়িতেই চলল তাণ্ডব । বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। তাঁর ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ(Bangladesh Awami League) ও ছাত্র লীগ। তা নিয়ে হাসিনা-বিরোধীদের ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছিল। বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে তাণ্ডব-ভাঙচুর(Bangladesh)
বুধবার রাত ৮টা নাগাদ বিপুল সংখ্যক বিক্ষোভকারী জমায়েত করেন মুজিবের বাড়ির কাছে। লাগাতার চলে আওয়ামি লিগ বিরোধী স্লোগান। ভিড় থেকে ভারত বিরোধী স্লোগানও ওঠে। ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। শেষে বেশি রাতের দিকে বুলডোজ়ার নিয়ে আসা হয়। শুরু হয় বাংলাদেশের(Bangladesh) ঢাকায় মুজিবের স্মৃতি জড়ানো ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙা।
হুঁশিয়ারি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট(Bangladesh)
বাংলাদেশে(Bangladesh) বুধবার বিকেল থেকেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।” বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির উদ্দেশেও বার্তা দিয়ে রেখেছেন। তাঁদের বক্তব্য, হাসিনার ভাষণ কোনও সংবাদমাধ্যম প্রচার করলে, সেই গণমাধ্যম হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নেওয়া হবে।
আরও পড়ুন: Shoot Out At Sweden: সুইডেনের স্কুলে বন্দুক হামলা, ১০ জনের মৃত্যুর আশঙ্কা
বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে তীব্র নিন্দা হাসিনার
বুধবার ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙার প্রসঙ্গ উঠে এসেছিল হাসিনার ভার্চুয়াল ভাষণেও। তিনি বলেন, “ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা (শেখ মুজিব) স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িটিতে তারা লুটপাট করেছিল। কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি।” শেখ হাসিনা বলেন, “বাড়িটার কী অপরাধ? বাড়িটাকে কীসের ভয়? দেশের জনগণের থেকে বিচার চাই। একটা দালান ভেঙে ফেলতে পারে। ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার গড়ব।”
আরও পড়ুন: Trump On Gaja-Israel War: এবার গাজা দখলের হুমকি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরই হুমকি
হাসিনা বাংলাদেশ ছাড়ার ৬ মাসের মাথায় ফের হামলা
গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়। সেই সময়েও জনরোষ আছড়ে পড়েছিল মুজিবের ধানমন্ডির বাড়িতে। তার পর থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। বুধবার হাসিনার সরকারের পতনের ছ’মাসের মাথায় আবারও বিক্ষোভকারীদের রোষানলে পুড়ল সেই বাড়ি। এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়।