ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক ফ্রেমে দেখা গেল তিন খানকে (Loveyapa)। শাহরুখ খান (Shah Rukh Khan) জড়িয়ে ধরলেন আমির খানকে (Aamir Khan)। দেখেই বোঝা যাচ্ছিল, একে অপরকে ঠিক কতটা ভালোবাসেন। আর এই দৃশ্য উঠে এসেছে আমির পুত্রের ছবি ‘লাভইয়াপা’র (Loveyapa) স্ক্রিনিংয়ে। সেখানেই হল তিন খানের রিইউনিয়ন।
‘লাভইয়াপা’র বিশেষ স্ক্রিনিং (Loveyapa)
সম্প্রতি প্রকাশ্যে এসেছে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানের (Junaid Khan) দ্বিতীয় কাজ ‘লাভইয়াপা’ (Loveyapa)। আর সেই ছবির স্ক্রিনে বলিউডের তিন খান হাজির হলেন। দেখে তো ভীষণ খুশি অনুরাগীরা। আমির খানের ছেলের বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটল। আয়োজিত হয়েছিল বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেই দেখা গেল তিন খানকে।
শাহরুখকে জড়িয়ে ধরলেন আমির (Loveyapa)
মুম্বাইতে আয়োজিত ‘লাভইয়াপা’র (Loveyapa) বিশেষ প্রদর্শনীতে দেখা যায়, শাহরুখ গাড়ি থেকে নামতেই, এগিয়ে গেলেন আমির খান। তারপর শাহরুখকে জড়িয়ে ধরলেন। আমিরের গালে শাহরুখকে চুম্বন করতে দেখা গিয়েছে। হাসিমুখেই শাহরুখকে স্বাগত জানান তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই খানের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ভীষণ খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Anindita Mitra: প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ, ভালোবাসার কল্পনায় অনিন্দিতার নতুন গান
একসাথে তিন খান
একসাথে তিন খানকে দেখা একেবারেই মুখে কথা নয়। বড় কোনও সেলিব্রেশন কিংবা বলিউডের বিশেষ কোনও অনুষ্ঠান না হলে, তিন খানকে একত্রে দেখতে পাওয়াটা মুশকিল। আর তাছাড়া তিন খানকে এক ছবিতে দেখতে উদগ্রীব দর্শকরা। বহুদিন ধরেই সেই অপেক্ষায় রয়েছেন তারা। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, তিন খানকে নতুন ছবিতে দেখা যাবে। যদিও তা এখন জল্পনার স্তরেই রয়ে গিয়েছে।
শাহরুখ শুধু আমির খানের সঙ্গে নয়, বরং পাশাপাশি জুনায়েদ এবং ইরা খানকেও শুভেচ্ছা জানিয়েছেন। তারপর ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন। অপরদিকে আমির খানের প্রিয় বন্ধু বলা হয় সলমন খানকেও। তিনিও জুনায়েদের প্রথম ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। বলিউডের ভাইজানকে এক ফ্রেমে দেখা গিয়েছে আমির, জুনায়েদ এবং ইরার সঙ্গে।
আরও পড়ুন: Tollywood: টলিউডে আবারও সমস্যার জট, প্রাপ্য সম্মান পাচ্ছেন না পরিচালকরা!
বড় পর্দায় জুনায়েদের প্রথম
কাজ ‘লাভইয়াপা’ ছবিতে জুনায়েদ জুটি বেঁধেছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সঙ্গে। এটি মূলত একটি রোমান্টিক ছবি। সিনেমা হলে আসছে আগামী ৭ ফেব্রুয়ারি। বড় পর্দায় জুনায়েদের এটি প্রথম সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত পিরিয়ড ড্রামা ‘মহারাজ’। এটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে।
অপরদিকে খুশি কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে। খুশির হাতে এখন নতুন প্রজেক্ট রয়েছে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে, সইফ আলি খান এবং অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘নাদানিয়া’ ছবিতে।