ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। সঞ্জয়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। ‘সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করার অধিকার নেই রাজ্যের, এই মামলা করার অধিকার একমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ CBI-এর জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তাই রাজ্যের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট।
রাজ্যের সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সিবিআইয়ের সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদনের রাজ্যের এক্তিয়ার আছে? শুক্রবার রায় ঘোষণার সম্ভাবনা
আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতে আজীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy) সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির রাজ্যের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তবে সঞ্জয় রায়ের ফাঁসির সিবিআইয়ের আবেদন গ্ৰহন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিস্তারিত আসছে…