ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে ১০ জন যাত্রীবাহী একটি বিমান নিখোঁজের(US Plane Missing) ঘটনা ঘটেছিল গত বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪ টা নাগাদ। আলাস্কায় সেই উধাও বিমানের ধ্বংসাবশেষ মিলল বরফের মাঝে। শুক্রবার তার ধ্বংসাবশেষ মিলল পুরু বরফের মাঝে। মোট ১০ জনের মধ্যে মাত্র তিন জনের দেহ উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে।
মাঝ আকাশেই উধাও বিমানটি (US Plane Missing)
আলাস্কার উদ্দেশে রওনা হয়েছিল মার্কিনি বেরিং বিমান। বিমানে ছিলেন ৯ জন যাত্রী এবং একজন বিমানচালক। কিন্তু রহস্যজনকভাবে মাঝ আকাশেই উধাও হয়ে যায় আস্ত বিমানটি। আলাস্কার নোম এলাকার কাছেই নিখোঁজ হয়েছে সেই বিমান। দুপুর ২টো ৩৭ মিনিটে উনালাক্লিট থেকে উড়ান নিয়েছিল (US Plane Missing) এই বিমানটি। আর দুপুর ৩টে ১৬ নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। অবশেষে বরফের মধ্যে খোঁজ মিলল সেই বিমানের।
বরফের ওপর ছোট বিমানের ধ্বংসাবশেষ (US Plane Missing)
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কোস্ট গার্ড শুক্রবার হিমায়িত সমুদ্রের বরফের ওপর একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে নিখোঁজের পর বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানে থাকা ১০ জনই নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কোস্ট গার্ড একটি পোস্টে জানায়, ধ্বংসাবশেষটি নোমের দক্ষিণ-পূর্বে ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) দূরে পাওয়া গেছে।
আরও পড়ুন:Bangladesh : ইতিহাস মুছে ফেলার চেষ্টা ! মুজিবের বাড়ি ধ্বংসের কড়া নিন্দা ভারত সরকারের
পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী আমেরিকা
গত কয়েক দিনে পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আমেরিকা। কিছু দিন আগে ওয়াশিংটনে একটি যাত্রিবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনার চপারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়। বিমান এবং চপারটি ভেঙে পড়েছিল পটোম্যাক নদীর উপর। এর দু’দিনের মাথায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে আরও একটি বিমান। তাতে চার জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। এ বার আলাস্কায় দুর্ঘটনা। ১০ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অফিসের প্রধান ক্লিন্ট জনসন একই প্রেস কনফারেন্সে জানান, ১০ জনই নিহত হয়েছেন। দুর্ভাগ্যবশত, এখন যেহেতু ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে, এখন আমাদের তাদের উদ্ধারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে।
আরও পড়ুন:Congo Turmoil: গৃহযুদ্ধে জটিল কঙ্গোর পরিস্থিতি, জেলেই ধর্ষিতা শয়ে শয়ে মহিলা
কী বললেন কোস্ট গার্ডের মুখপাত্র?
কোস্ট গার্ডের মুখপাত্র মাইক সালার্নো একটি প্রেস কনফারেন্সে জানান, ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো দুজন উদ্ধারকারী সাঁতারু বিমানের ভেতরে তিনটি মরদেহ দেখতে পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাকি সাতজনও ধ্বংসাবশেষের ভেতরে রয়েছেন। কর্মকর্তারা জানান, তীব্র শীতের আবহাওয়া অনুসন্ধান কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল এবং এই প্রত্যন্ত স্থান থেকে মরদেহ উদ্ধার করতে কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময় লাগতে পারে।