ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: বাচ্চা যখন ছোট থেকে বড় হয়ে (Child Psychology Care) ওঠে, তখন সে থাকে কাঁচা মাটির মত। তাঁকে আপনি মা-বাবা হিসেবে যেভাবে গড়ে তুলবেন, যে পরিবেশে মিশতে দেবেন, সেও কিন্তু তেমন ভাবেই বড় হয়ে উঠবে। নিজের চারপাশের লোকজনদের দেখেই কিন্তু বাচ্চা কিন্তু সবজিনিস শেখে। তাই বাচ্চার জন্য যতটা সময় বরাদ্দ করবেন, বড় হয়ে আপনার ছেলে-মেয়েও কিন্তু সেরকমই ভালো হবে।
সময়ের অভাব (Child Psychology Care)
বাচ্চার বড় হয়ে ওঠার পথে মা-বাবা সারাদিন (Child Psychology Care) কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবে সেটা তো হয় না। আজকালকার দিনে দুজনকেই কাজে যেতে হয়। কিন্তু বাড়িতে ফিরে, দিনের শেষে যেটুকু অবসর সময় পায় আপনার বাচ্চা,আপনিও তাঁকে ঠিক ততটাই সময় দিন। তার ছোট ছোট আবদারগুলো শুনুন, সম্ভব হলে পূরণ করার চেষ্টা করুন।
ছবি আঁকার জিনিস (Child Psychology Care)
সারাদিনের পড়াশোনা শেষ হলে, বাচ্চার হাতে (Child Psychology Care) দিতে পারেন ছবি আঁকার জিনিস। এর ফলে আপনার সন্তান নিজের কল্পনাগুলো আরও ভালো করে প্রকাশ করার সুযোগ পাবে। রঙের সঙ্গে সময় কাটাবার ফলে, মস্তিষ্কের হবে বিকাশ। আপনার সন্তান নতুন নতুন রং চিনতে শিখবে। নতুন জিনিস সৃষ্টি করার, ভাববার সুযোগ পাবে। সময়ও কাটবে মজাদার কিন্তু প্রোডাক্টিভ ভাবে।
আরও পড়ুন: Plant Based Milk: ভেষজ উপায়েও মিলতে পারে দুধ, জানুন উপায়…
ক্লে দিয়ে খেলতে দিন
এখন বাজারে অনেক ধরণের এডিবল ক্লে কিনতে পাওয়া যায়। এসব ক্লে নিয়ে এসে আপনার সন্তানকে খেলতে দিন। ক্লে দিয়ে নতুন নতুন জিনিস গড়ার ছলে তার মধ্যে আসবে সৃষ্টির ভাবনা। মস্তিষ্কের বিকাশ তো হবেই, তার সঙ্গে নতুন জিনিসকে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে আপনার সন্তান। আর এডিবল ক্লে কিনলে, আপনার সন্তান তা মুখে দিলেও ভয়ের কিচ্ছু নেই।

ফুলের বাগান
এখনকার অনেক বাবা-মা নিজের সন্তানকে মাটিতে খেলতে দেন না। হাইজিন মেন্টেন করা যতটা জরুরি, প্রকৃতির মাঝে ছেলেমেয়েকে বড় করে তোলাও ততটাই জরুরি। আমরা সকলেই কিন্তু প্রকৃতির সন্তান। অবসর সময়ে আপনার সন্তানের হাতে দিন ফুলের গাছ। এতে ফুলের গাছ লাগাবার সঙ্গে সঙ্গে সে অজান্তেই পরিবেশ রক্ষা করবে এবং প্রকৃতিকে ভালোবাসতে শিখবে।
আগুন ছাড়া রান্না
অনেক খাবার জিনিস আছে যেগুলো আগুন ছাড়াই রান্না করা যায়। যেমন দুধ-কর্নফ্লেক্স, ঝালমুড়ি প্রভৃতি। নিজের রান্না করা খাবার সে খাবেও পেট ভরে, খাবারের পুষ্টিও পাবে পুরোটা। তার সঙ্গে খাবারের প্রতি বাড়বে আগ্রহ।