ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিমান প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দিনের বিশেষ আলোচনাচক্র (Aero-India International Seminar) হল দেশে। বেঙ্গালুরুতে ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এয়ারো ইন্ডিয়া আন্তর্জাতিক সেমিনারের ১৫তম সংস্করণ। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র অধীনে সেনাবাহিনীর বিমানযোগ্যতা ও সার্টিফিকেশন কেন্দ্র (CEMILAC) এবং অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (AeSI) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। এটি এয়ারো ইন্ডিয়া ২০২৫-এর প্রস্তুতি হিসেবে আয়োজিত হয়েছে, যা ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান প্রযুক্তি বিষয়ক সেমিনার (Aero-India International Seminar)
এই সেমিনারকে (Aero-India International Seminar) বিশ্বব্যাপী এয়ারোস্পেস শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসাবে গণ্য করা হয়। এবারের সেমিনারের মূল বিষয়বস্তু হল ‘ভবিষ্যৎ বৈমানিক প্রযুক্তি: নকশা যাচাইয়ের চ্যালেঞ্জ’।
সেমিনারে আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে ভবিষ্যৎ এয়ারোস্পেস প্রযুক্তির উদীয়মান প্রবণতা এবং সামরিক বিমানযোগ্যতা ও সার্টিফিকেশন: নকশা ও পরীক্ষার চ্যালেঞ্জ।
বিশ্বের শীর্ষ সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণ (Aero-India International Seminar)
এই আন্তর্জাতিক সেমিনারে (Aero-India International Seminar) অংশগ্রহণ করছে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংস্থা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস, যুক্তরাজ্যের কলিন্স অ্যারোস্পেস, জিই অ্যারোস্পেস, মার্টিন-বেকার, এমবিডিএ এবং রোলস-রয়েস, ইজরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ফ্রান্সের সাফরান।
এছাড়াও, ভারতের বেশ কিছু প্রতিরক্ষা সংস্থা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এই সেমিনারে অংশ নিচ্ছে। তাদের মধ্যে রয়েছে অভিযান্ট্রিক্স সলিউশনস, অ্যানসিস আইএনসি., গ্লোবালস আইএনসি., জেএসআর ডায়নামিক্স প্রাইভেট লিমিটেড, রাফে এমফাইবার এবং ট্যাকবিট ল্যাবস প্রাইভেট লিমিটেড।
গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন
সেমিনারটি বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে গবেষণার সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ প্রদান করছে।
সেমিনারে মোট ১২টি প্রযুক্তিগত অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে ভবিষ্যৎ বিমান প্রযুক্তির নকশা যাচাই সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হবে। আলোচনার মধ্যে রয়েছে, বিমান নকশা ও যাচাইয়ের অত্যাধুনিক প্রযুক্তি, সার্টিফিকেশনের নতুন পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিমান প্রযুক্তির উন্নয়ন, ইলেকট্রনিক্স ও সেন্সিং প্রযুক্তির নতুন অগ্রগতি, নতুন প্রজন্মের প্রপালশন সিস্টেম সম্পর্কে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, সামরিক বিমান প্রযুক্তির ভবিষ্যৎ প্রবণতা এবং মানব অভিযানের জন্য উদ্ভাবনী প্রযুক্তি।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন স্পেস বিভাগের সচিব ও ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং DRDO-এর চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডঃ জি সত্যীশ রেড্ডি।
১,১০০ জন প্রতিনিধি ও ৩৩ জন বক্তার অংশগ্রহণ
এই সম্মেলনে DRDO, প্রতিরক্ষা পাবলিক সেক্টর ইউনিট (DPSUs), সশস্ত্র বাহিনী এবং বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলির প্রায় ১,১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এছাড়াও, ভারত ও বিদেশের ৩৩ জন বিশিষ্ট বক্তা বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন।
সামরিক ও বিমান প্রযুক্তির ভবিষ্যৎ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত
এয়ারো ইন্ডিয়া ২০২৫-এর অংশ হিসাবে এই সেমিনার ভারতের প্রতিরক্ষা ও বিমান প্রযুক্তির ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক এবং দেশীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।