ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump-Adani) একটি নতুন নির্দেশিকার মাধ্যমে বিদেশি ব্যক্তি ও সংস্থাকে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া স্থগিত করার কথা জানিয়েছেন।
স্বস্তি আদানির? (Trump-Adani)
এই নির্দেশনায় বলা হয়েছে, এই ধরনের (Trump-Adani) বিধি-নিষেধের কারণে আমেরিকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধায় পড়ছে। ফলে, আমেরিকার আদালতে ভারতের কিছু নেতা-মন্ত্রীকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী গৌতম আদানির জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে এই নির্দেশ।
মামলার পর্যালোচনা (Trump-Adani)
প্রসঙ্গত, ট্রাম্পের এই নির্দেশনা ৫০ বছরের (Trump-Adani) পুরনো ‘ফরেন করপোরেট প্র্যাকটিসেস অ্যাক্ট’ (এফসিপিএ) -এর কার্যক্রমে স্থবিরতা নিয়ে এসেছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, অ্যাটর্নি জেনারেল ১৮০ দিনের মধ্যে এফসিপিএ-এর অধীনে থাকা মামলা পর্যালোচনা করবেন। তবে, বর্তমান সময়ের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার অনুমতি নেই।
আরও পড়ুন: US Citizenship: সন্তানকে নাগরিকত্ব ‘না’, দুশ্চিন্তায় অভিবাসী ভারতীয়রা
অভিযোগ অস্বীকার আদানির
গৌতম আদানি, সাগর আদানি এবং তাঁদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁরা ভারতের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছেন। এই অভিযোগে আমেরিকার আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। আদানি কর্তারা অভিযোগগুলি অস্বীকার করেছেন। ট্রাম্পের নতুন নির্দেশনায় হয়তো তাঁরা কিছুটা স্বস্তি পাবেন।
আমেরিকায় আদানির বিরুদ্ধে চলছে মামলা
গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় বর্তমানে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলছে। তিনটি মামলার বিচার করতে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস দায়িত্বে রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জি লিমিটেড (এজিএল) বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ প্রদান করেছে। এই ঘুষের অঙ্ক প্রায় ২৬.৫ কোটি ডলার (২০২৯ কোটি টাকা)।

আদানির বিরুদ্ধে প্রতারণার ও ষড়যন্ত্রের অভিযোগ
ফৌজদারি অভিযোগগুলির মধ্যে ১৯৭৭ সালে প্রবর্তিত আমেরিকার ঘুষ-বিরোধী আইন ‘ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট’ (এফসিপিএ) লঙ্ঘনের অভিযোগ রয়েছে, পাশাপাশি সিকিউরিটিজ ও টেলিফোনের মাধ্যমে প্রতারণার ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। দেওয়ানি আইনে শেয়ার এবং ঋণপত্রের বাজারের নিয়ম লঙ্ঘনের বিষয়েও অভিযোগ করা হয়েছে।
স্বস্তিতে ব্যবসায়ী মহল!
এই পরিস্থিতিতে, ট্রাম্পের নতুন নির্দেশনা গৌতম আদানির বিরুদ্ধে চলমান মামলাগুলির ফলাফলকে প্রভাবিত করতে পারে। যদিও এখনও কিছুই নিশ্চিত নয়, তবে ব্যবসায়ী মহলে এই নির্দেশকে একটি সম্ভাব্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতের সিদ্ধান্তের ওপর সব কিছু নির্ভর করবে, এবং তা পরবর্তী সময়ে গৌতম আদানির পরিস্থিতিতে কি প্রভাব ফেলে, তা সময়ই বলবে।