ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। বাতিল একাধিক লোকাল ট্রেন (Train Cancelled)। নসিবপুর ও সিঙ্গুরের মাঝে ব্রিজ মেরামতের কাজ চলবে, তার জেরে আগামী দু’দিন বাতিল বহু ট্রেন। শনিবার ও রবিবার তারকেশ্বর শাখায় বাতিল একাধিক ট্রেন। ফলে চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা।
কাল শনিবার ও পরশু রবিবার ট্রেন বাতিল নিয়ে জরুরি ঘোষণা পূর্ব রেলের। হাওড়া ডিভিশনে ব্রিজ পুনর্নির্মান কাজের জন্য ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে। হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় ব্রিজ মেরামতির কাজ হবে। দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সেই কারণেই ১৫ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে, ১০ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। ফের সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কায় গভীরভাবে দুঃখপ্রকাশও করেছে পূর্বরেল।
আরও পড়ুন: Post office Scam: পোস্ট অফিস থেকে উধাও গ্রাহকের ১২ লক্ষ টাকা! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

কোন ট্রেন বাতিল? (Train Cancelled)
পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে বিবৃতি। শনিবার বাতিল (Train Cancelled) থাকছে- হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১, তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪ তিনটি ট্রেন। রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে- তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮ তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬ গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২ গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০ আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০ হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
আরও পড়ুন: RSS: মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতিতে ‘না’, হাইকোর্টের দ্বারস্থ আরএসএস
রবিবার আপ লাইনে বাতিল (Train Cancelled) থাকছে- হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩ হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭ শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫ হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯ হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭
রবিবার বাতিল বহু ট্রেন। তবে ছুটির দিন হওয়ায় বিশেষ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।