ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়, একের পর এক এক ছবি করলেও এবং তার বাজেট বেশি থাকলেও (Sky Force), বক্স অফিসে হিট দিতে পারছেন না অক্ষয় কুমার (Akshay Kumar) । এমন গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। শুধু তাই নয়, মন ভেঙেছে অক্ষয়ের অনুরাগীদের। নতুন রূপে বড় পর্দায় অক্ষয় কুমার হাজির হয়েছেন ‘স্কাই ফোর্স’ (Sky Force) নিয়ে। এবার অভিযোগ উঠল, একটু অন্যরকম। অক্ষয়ের এই ছবির ব্যবসার পরিমাণ নিয়ে যে ভাবে ছবির টিম ঘোষণা করছে, তা নাকি আদতে ভুয়ো। সত্যি কি তাই? বিষয়টা নিছক জল্পনা নাকি আবারও বক্স অফিসে ফেল করলেন অক্ষয় কুমার?
‘স্কাই ফোর্স’ নিয়ে সমালোচনার ঝড় (Sky Force)
হিন্দি ছবির বক্স অফিসের ফলাফল নিয়ে এহেন অভিযোগ একেবারেই নতুন নয় (Sky Force)। এর আগের বক্স অফিস কালেকশন নিয়ে নানান অভিযোগ উঠেছিল। সমালোচনার ঝড় উঠেছিল। এবার সেই সমালোচনার টার্গেটে রয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবিটি। সেই অভিযোগ একেবারেই মেনে নিলেন না ছবির পরিচালক। পাল্টা যুক্তি সহকারে উত্তর দিলেন।
দর্শকদের ভালোবাসা পাচ্ছে অক্ষয়ের ছবি (Sky Force)
সাধারণতন্ত্র দিবসে অক্ষয় কুমার অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই, বক্স অফিস কালেকশন নিয়ে নানান অভিযোগ ওঠে (Sky Force)। এক বলা হয়, নির্মাতারা ছবির ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে লুকোছাপা করছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি (Sandeep Kewlani) । তাঁর বক্তব্য, কোনও রকম মিথ্যা তথ্য প্রকাশ করেননি। কোনও রকম হল বুকিং করেননি। বক্স অফিসে যেটা হচ্ছে, সেটা দর্শকের ভালোবাসার ফল। ইতিমধ্যেই প্রায় কুড়ি দিন হয়ে গিয়েছে ছবিটি মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দর্শক, প্রতিটি ক্ষেত্রেই ভালো রেসপন্স পাচ্ছে ছবিটি।
আরও পড়ুন: Nilanjanaa Sharma: যীশুর সাথে বিচ্ছেদ, নীলাঞ্জনাকে শক্তি যুগিয়েছেন তাঁর মা! মেয়ের আবেগঘন পোস্ট
সমালোচকদের অভিযোগ
সিনে ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ ছিল, ‘স্কাই ফোর্স’ ছবিটি যে ভালো ব্যবসা করছে, তা বোঝাতে ছবি নির্মাতারা সিনেমা হলে অগ্রিম টিকিট বুক করে রেখেছিলেন। সেক্ষেত্রে ছবির পরিচালকের বক্তব্য, যদি ভবিষ্যতের কথায় মাথায় রেখে এমন কাজ করাও হয়, তাহলে বক্স অফিসে সেই ছবির কোনও গুরুত্ব থাকে না। মানুষের মনে থেকে যাওয়ার জন্য একটা ভালো ছবির দরকার। উদাহরণ স্বরূপ বলেন, ‘মুন্নাভাই এমবিবিএস’ (Munna Bhai M.B.B.S.) ছবির কথা। যে ছবিটি এখনও দর্শক মনে রেখেছে, পছন্দ করছেন এবং দেখেনও। কিন্তু ছবিটির আয় নিয়ে সেই খোঁজ কজনই বা রাখেন? সমালোচকদের উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘স্কাই ফোর্স’ ছবির পরিচালক।
আরও পড়ুন: Tathagata Mukherjee: মুখে হাসি নেই, শার্টলেস ছবিতে তথাগত; ক্যামেরার পিছনে চর্চিত প্রেমিকা
ব্যবসায়িক ফলাফল ছবির মানদণ্ড নয়
পরিচালক মনে করেন, ছবির ব্যবসা নিয়ে আলোচনা করার কোনও মানেই হয় না। ছবিটি ভালো নাকি মন্দ, সেক্ষেত্রে ব্যবসায়িক ফলাফল ছবিটির মানদণ্ড হতে পারে না। কোনও ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করলে সেই ছবিটা সবার পছন্দের হবে, এমন নাও হতে পারে। আবার বহু ছবি আছে, বক্স অফিসে ভালো ব্যবসা করেনি। অথচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ।