ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ, নির্বাচনের আগে বিজেপির কৌশলি চাল (Bihar Cabinet Expansion)। কে এলেন কে গেলেন মন্ত্রীসভায়?
বিহারে নীতীশ সরকারের মন্ত্রিসভায় নতুন সাত মন্ত্রী (Bihar Cabinet Expansion)
বিহারের নীতীশ কুমার সরকার আজ মন্ত্রিসভা সম্প্রসারণ করল (Bihar Cabinet Expansion)। সাতজন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বছর অক্টোবর মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগে এটি শেষ মন্ত্রিসভা সম্প্রসারণ। মূলত বিহারের জাতিগত সমীকরণকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
বিজেপির সাত নতুন মুখ, দিলীপ জয়সওয়ালের ইস্তফা (Bihar Cabinet Expansion)
এই সম্প্রসারণে বিজেপির সাতজন নতুন নেতা মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন (Bihar Cabinet Expansion)। অন্যদিকে, রাজস্বমন্ত্রী দিলীপ জয়সওয়াল নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বিহার বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন।
HAM(S) নেতাকে আমন্ত্রণ
হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM-S) নেতা সন্তোষ কুমার সুমন জানিয়েছেন, মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “আমাকে রাজভবনে বিকেল ৪টের সময় অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।”
আরও পড়ুন: Sanjay Seth: কঠোর শাস্তি হওয়া উচিত, সরব সঞ্জয়!
নীতীশ ও বিজেপির নেতাদের তৎপরতা বৃদ্ধি
মন্ত্রিসভা সম্প্রসারণের আগে নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালের বাসভবনে রাজনৈতিক তৎপরতা বেড়ে যায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সম্প্রসারণের জন্য চূড়ান্ত তালিকা অনুমোদন করেন।
কে কোন সম্প্রদায়ের প্রতিনিধি?
নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজপুত সম্প্রদায় থেকে জনক সিং ও রাজু সিং। ভূমিহার সম্প্রদায় অরুণা দেবী, অনিল শর্মা ও দেবকান্ত। যাদব সম্প্রদায়ের নবল কিশোর যাদব এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি—EBC থেকে বিজয় মণ্ডল।
বিজেপির কৌশল ও নির্বাচন প্রস্তুতি
বিজেপির রাজ্য পর্যবেক্ষক বিনোদ তাওড়ের সঙ্গে সমন্বয় রেখে এই সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র (NDA) জাতিগত সমীকরণ আরও শক্তিশালী হবে। এই সম্প্রসারণ বিজেপির বিহার রাজনীতিতে প্রভাব আরও বাড়াবে। পাশাপাশি জনতা দল (ইউনাইটেড)-এর (JD-U) সঙ্গে সমন্বয় বজায় রেখে নির্বাচনে এগোনোর পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: Advantage Assam 2.0: অ্যাডভান্টেজ আসাম সামিটে বক্তব্য রাখলেন আসামের মুখ্যমন্ত্রী
কেন ইস্তফা দিলেন দিলীপ জয়সওয়াল?
দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, “বিজেপির এক ব্যক্তি, এক পদ নীতির কারণেই আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছি। তবে আমি বিহারে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব।” তিনি আরও বলেন, “একসঙ্গে দুটি পদ রাখা দলের নীতির পরিপন্থী। তাই আমি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি, কিন্তু বিজেপির নেতৃত্বে কাজ চালিয়ে যাব।”
নির্বাচনের আগে বিজেপির শক্তি বৃদ্ধি
এই সম্প্রসারণের মাধ্যমে বিজেপি ও নীতীশ কুমার সরকার নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির একটি কৌশলগত চাল বলে মনে করা হচ্ছে।