ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধর্ম নিয়ে আক্রমণের শিকার প্রিয়ামণি (Priyamani) ও তাঁর স্বামী। বিয়ের সাত বছর পরেও এই আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে। এবার সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
বিবাহের সাত বছর পরেও ঘৃণার শিকার (Priyamani)
অভিনেত্রী প্রিয়ামণি (Priyamani) জানিয়েছেন, বিয়ের সাত বছর পরেও তিনি ও তাঁর স্বামী মুস্তাফা রাজ ধর্মের কারণে ঘৃণার শিকার হচ্ছেন।
২০১৭ সালে ইভেন্ট ম্যানেজার থেকে চলচ্চিত্র পরিচালক হওয়া মুস্তাফার সঙ্গে বিয়ে করেন প্রিয়ামণি (Priyamani)। তবে, তাঁদের বাগদানের পর থেকেই তাঁরা অনলাইনে ক্রমাগত ঘৃণার শিকার হচ্ছেন।
‘আমার সন্তানেরা আইএসে যোগ দেবে’— অভিযোগ শুনতে হয়েছে (Priyamani)
এক সাক্ষাৎকারে ফিল্মফেয়ারকে প্রিয়ামণি (Priyamani) বলেন, “যখন আমি আমার বাগদানের ঘোষণা করি, তখন শুধু আমার আনন্দের মুহূর্তটি ভাগ করে নিতে চেয়েছিলাম। কিন্তু আমি জানি না কেন, অপ্রয়োজনীয় ঘৃণা আসতে শুরু করল এবং ‘লাভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। এমনকি, মানুষ এতদূর চলে গিয়েছিল যে বলেছিল, আমার ভবিষ্যতের সন্তানরা আইএস-এ যোগ দেবে!”
‘ধর্ম নিয়ে বারবার আক্রমণ করা হচ্ছে’
প্রিয়ামণি আরও বলেন, “আমি বুঝতে পারছি যে আমি মিডিয়ার একজন সদস্য, তাই লোকে আমার সম্পর্কে কিছু বলতেই পারে। কিন্তু এমন একজন ব্যক্তিকে কেন আক্রমণ করা হচ্ছে, যে এসবের অংশই নয়? তাঁকে কেউ চেনেও না! প্রথম ২-৩ দিন এটা আমার উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করেছিল, কারণ আমি অনেক ঘৃণামূলক বার্তা পাচ্ছিলাম। এখনো যদি আমি স্বামীর সঙ্গে ছবি পোস্ট করি, ১০টির মধ্যে ৯টি মন্তব্য ধর্ম বা জাতি নিয়ে হয়।”
আরও পড়ুন: Sonakshi Sinha: ধর্ম নয়, ভালোবাসাই গুরুত্বপূর্ণ! হঠাৎ কেন বললেন সোনাক্ষী সিনহা?
পেশাদার জীবনে ব্যস্ত প্রিয়ামণি
কাজের দিক থেকে, প্রিয়ামণিকে সর্বশেষ ‘Officer on Duty’ ছবিতে কুঞ্চাকো ববনের সঙ্গে দেখা গিয়েছিল। তিনি থালাপতি বিজয়ের শেষ ছবি ‘Jana Nayagan’-এর শুটিং করছেন। এছাড়াও, ‘The Family Man’-এর তৃতীয় সিজনে মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয় করবেন তিনি।