ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) ভাইজানের (Salman Khan) জন্মদিন বলে কথা। জন্মদিনের আগে তিনি এমন সারপ্রাইজ দেবেন, কেউ কি ভাবতে পেরেছিল? যেখানে তাঁর পিছনে বিশ্নোই গ্যাং পড়ে আছে। একের পর এক, প্রাণনাশের হুমকি। তাতেও কিন্তু সলমন খান (Salman Khan) দমে যাননি। প্রাণনাশের হুমকি এড়িয়ে প্রকাশ্যে এলেন অস্ত্র হাতে। হুমকি পেয়েছেন তো কী হয়েছে? নিজেকে ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখেননি। রমরমিয়ে কাজ করছেন ভাইজান।
সলমনের বাড়িতে বিশেষ বন্ধু (Salman Khan)
২০২৪ এ ২৭ ডিসেম্বর রাতে ভাইজানের (Salman Khan) জন্মদিন পালন হল ঘরোয়া পরিবেশে। যেখানে হাজির ছিলেন পরিবারের চেনা জানা মানুষরা। তবে এখানে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সলমনের বর্তমান বান্ধবী। যাকে নিয়ে এখন তুমুল চর্চা চলছে। রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া।
কড়া নিরাপত্তায় বিন্দাস মেজাজে ভাইজান (Salman Khan)
যদি বিগত কয়েক মাসের দিকে তাকান, দেখবেন প্রায় সময় প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভাইজান (Salman Khan)। এপ্রিল মাসে তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কখনও ফোনে, কখনও হোয়াটস অ্যাপে, আবার কখনও বা ডাকযোগে, আবার কখনও সরাসরি শুটিং সেটে তিনি হুমকি পেয়েছেন। যদিও এই বিষয় গুলোকে সলমন খান খুব একটা পাত্তাই দিচ্ছেন না। তবে হ্যাঁ, নিরাপত্তা কড়া করেছেন। নিজের বাড়ি পুরো মুড়ে ফেলেছেন সিসি টিভি ক্যামেরায়। অপরদিকে তিনি বিন্দাস মেজাজেই রয়েছেন। দিব্যি ছবির শুটিং করছেন। বিগবস সহ নানান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যদিও প্রকাশ্যে খুব একটা ঘুরে বেড়াচ্ছেন না। বলা যেতে পারে, সলমন খান এখন একটু সাবধানে চলাফেরা করছেন, তা বলে যে তিনি ভয়ে আছেন, এমনটা নয়।
আরও পড়ুন: Rukmini Maitra: “পরখ করবেন আমাকে?
হাতে ধারালো অস্ত্র
দাবাং, ভাইজান, টাইগারের পর এবার সলমনকে দেখতে চলেছেন নতুন অবতারে। সেই অবতার হল ‘সিকন্দর’। সম্প্রতি তাঁকে দেখা গেল সেই সিকন্দর রূপে। হাতে ধারালো অস্ত্র। প্রথম ঝলকে সলমনকে দেখে অবাক তাঁর অনুরাগীরা। ভাইজানের তরফ থেকে ঠিক এইরকমই একটা লুক তারা আশা করছিল। ভাইজান বার্তা দিলেন, তাঁকে দমিয়ে রাখা একেবারেই সম্ভব নয়। তিনি নিজের মর্জিতে চলেন। এমনটাই বলছে তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: ঋতাভরীর প্রেমে সিলমোহর, প্রেমিক শাহরুখ ঘনিষ্ঠ!
বয়স একটা সংখ্যা মাত্র
২৭ ডিসেম্বর শুক্রবার তিনি পা দিলেন ৫৯ বছরে। কিন্তু কে বলবে? এনার বয়স ৫৯! সালমানের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। আর কিছুই নয়। ‘ সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সত্যরাজ। তাঁকে দেখা যেতে পারে ভিলেন চরিত্রে। এছাড়াও রয়েছেন সুনীল শেট্টি। সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা। ‘সিকন্দর’ মুক্তি পেতে পারে আগামী বছরের ঈদে। কিছুদিন আগে এই ছবির নায়িকা রশ্মিকাকে এই ছবির অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গিয়েছিল। যেখানে তিনি বলেছিলেন, মনের দিক থেকে সলমন একেবারেই অন্যরকম মানুষ। শুটিং চলাকালীন অভিনেত্রী যখন অসুস্থ ছিলেন, তখন তার খোঁজ খবর নিতেন সলমন।