ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) এক ধাক্কায় ৮ কেজি ওজন কমে গেল। কিন্তু তাঁর পক্ষে ডায়েট (diet) করা খুব কঠিন। কারণ তিনি ভীষণ খেতে ভালোবাসেন (Kanchan-Sreemoyee)। তাহলে তিনি কি অসুস্থ? মেয়ে হওয়ার পর কি শরীর কমজোরি হয়ে পড়েছে? কী হল হঠাৎ করে? কেনই বা একথা বললেন?
সবেতে চর্চা (Kanchan-Sreemoyee)
শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের (Kanchan-Sreemoyee) প্রেম থেকে বিয়ে সব কিছুতেই চর্চার শেষ নেই। সদ্য মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। সন্তান জন্মের পর শ্রীময়ীর ওজন বেড়ে যায় অনেকটাই। তাঁদের নিয়ে কটাক্ষের শেষ নেই । তবে সেসব নিয়ে খুব বেশি যে তাঁরা ভাবেন তা নয়। সদ্যোজাতকে নিয়েই ব্যস্ত তিনি, এ ছাড়া নতুন সংসার সব মিলিয়ে খুব ব্যস্ত তিনি। জানান সদ্যোজাতকে সামলানো খুব কঠিন একটা বিষয়। সন্তানের জন্য রাত জাগা, ব্রেস্ট ফিডিং সব মিলিয়ে তিনি এখন খুব ব্যস্ত। তবে তাঁর ওজন যে এক ধাক্কায় ৮ কেজি কমে গেছে! আসলে আবারও কাজে ফিরতে হবে তাঁকে। তাই সন্তান জন্মের পর নিজের যত্ন নিচ্ছেন।
কী বললেন তিনি? (Kanchan-Sreemoyee)
এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি জানান, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন (Kanchan-Sreemoyee)। অভিনেত্রীর কথায়, “আমি তো খুব খেতে ভালবাসি। তাই ডায়েট করা আমার জন্য খুব কঠিন। তবে এটা ঠিক, মেয়ে হওয়ার পর একটু মেনে চলতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হচ্ছে। যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাই তাই আমি উল্টোপাল্টা কিছু খেলে বাচ্চার উপর প্রভাব পড়বে। একদিন বিরিয়ানি খেয়েছিলাম ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল। তবে আমায় বাইরের খাবার খেতে একেবারে মানা করা হয়েছে। কিন্তু তাও আমি লোভে পড়ে খেয়ে নিচ্ছি। তবে অদ্ভুত ভাবে কোনও ডায়েট ছাড়াই এক ধাক্কায় ৮ কেজি ওজন কমে গিয়েছে আমার। মেয়ে হওয়ার আগে আমার ওজন ছিল ৯০ কেজি। এখন তা কমে দাঁড়িয়েছে ৮২ কেজি।”
আরও পড়ুন: Rekha: আজও অমিতাভকে মিস করেন রেখা! প্রমাণ দিলেন কপিলকে
সোশ্যাল মিডিয়ায় ছবি
প্রসঙ্গত, বিধায়ক অভিনেতা কাঞ্চনকে বিয়ের পর শ্রীময়ীকে নিয়ে নেট পাড়ায় কম চর্চা হয় না। তাঁদের বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত জীবন। এসব নিয়ে মাঝে মধ্যেই তাঁরা চর্চায় চলে আসেন। অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। অপরদিকে ৫৪ বছরে এসে দ্বিতীয় বার বাবা হয়েছেন কাঞ্চন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বকালীন মুহূর্তের ছবি শেয়ার করে নিচ্ছেন শ্রীময়ী।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: সলমন ঐশ্বর্যার পাশে দাঁড়াক! বিপদের দিনে ভাইজান কি হাত বাড়াবেন?
বরের সঙ্গে ডেট
মা হওয়ার এক মাসের মধ্যে বরের সঙ্গে ডেটেও গিয়েছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়া ভাগ করে নিতে একদমই ভোলেননি। এমনকি সন্তান হওয়ার পর কাঞ্চন এবং শ্রীময়ীর রাত কেমন কাটছে, সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা আইনি বিয়ের সারেন। তারপর মার্চে সামাজিক বিয়ে। মালদ্বীপে গিয়েছিলেন বেবিমুনে। তারপর কালীপুজোর পরেই সুখবর শোনালেন। তাদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান কৃষভি।