ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একেবারে অন্য মেজাজে ধরা দিলেন রণবীর (Ranbir Kapoor), আলিয়া এবং তাঁদের ছোট্ট মেয়ে রাহা। তিনজনই খেলতে ব্যস্ত। কিন্তু আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গেল যেন একটু ব্যতিক্রমী ভাবে। অভিনেত্রী পুরোদমে রয়েছেন অ্যাথলিটের মেজাজে। দেখা গেল, খেলার মাঠে ঘাম ঝরাচ্ছেন তিনি। আর অপরদিকে মেয়ে রাহা কী করছে জানেন? রাহা তো রীতিমত ছুটতে গিয়ে পড়ে গেল। তখন কি করলেন রণবীর? মেয়ের কাছে এসে কিন্তু রাহাকে কোলে নিলেন না।
অভিনয় দিয়ে প্রমাণ করেছেন আলিয়া (Alia Bhatt)
নেটপাড়ায় জোর গুঞ্জন উঠেছে, আলিয়া (Alia Bhatt) নাকি কোনও অ্যাথলিটের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন! সত্যি কি তাই? এমন খবর পাওয়া যায়নি ঠিকই, তবে ইতিমধ্যেই বলিউড থেকে হলিউড, সব জায়গাতেই নিজের কাজের পরিচয় দিয়ে দিয়েছেন আলিয়া। নিন্দুকরা তাঁকে নেপোকিডের তকমা দিলেও, সেসবকে তিনি একেবারেই পাত্তা দেননি। বরং অভিনয় দিয়ে প্রমাণ করে দিয়েছেন, তিনি অভিনয় জানেন এবং অভিনয়ে যথেষ্ট দক্ষ। হলিউডের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ‘হার্ট অফ স্টোন’ এর মাধ্যমে। এখন তিনি কাপুর পরিবারের বৌমা বলে কথা। একজন মা হিসেবে, কাপুর পরিবারের বৌমা হিসেবে যেমন তাঁর কাঁধে অনেক দায়িত্ব, তেমনই অপরদিকে হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের ছবি। থ্রিলার, প্রেম থেকে কিংবা অ্যাকশন ছবিতে তিনি বেশ সাবলীল।
পরিবারের সঙ্গে আলিয়ার কোয়ালিটি টাইম (Alia Bhatt)
সম্প্রতি ভাইরাল ভিডিওতে আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গেল খেলার মেজাজে। তাই দেখে অনুরাগীদের প্রশ্ন, তবে কি তিনি অ্যাথলিটের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন? সেই উত্তর কিন্তু অধরা। তবে এটা ঠিক। তাঁকে দেখা গেলে স্বামী এবং মেয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, তাও আবার পিকলবল কোর্টে।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya: মঞ্চে নাচ দেখাতেই ব্যস্ত? দিলজিৎকে কটাক্ষ অভিজিতের

খেলতে গিয়ে পড়ে গেল রাহা
ওদিকে ছোটাছুটির মাঝে আচমকাই পড়ে গেল রাহা। দৌড়ে এসে রণবীর কিন্তু মেয়েকে তুললেন না। বরং অপেক্ষা করলেন। আসলে মেয়ের ভালো মন্দ সবটাই তিনি জানেন। অপরদিকে ছোট্ট রাহা একা একা নিজে উঠে বাবার কাছে দৌড়ে গেল। রণবীর স্নেহে মেয়েকে কোলে তুলে নিলেন। পায়ে কোথায় লেগেছে দেখলেন, হাত বুলিয়ে দিলেন। তখন তো রাহার মুখে চওড়া হাসি। রাহার পরনে ছিল, একটি সাদা শার্ট এবং প্যান্ট। বাবার চারিপাশে ছোটাছুটি করছিল এই কিউটি পাই। রণবীর কিন্তু রাহাকে চোখের আড়াল করছিলেন না। ভিডিওটিতে রাহাকে পুরো সময়টা হাত নেড়ে নেড়ে তার বাবাকে কিছু বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Soham Chakraborty: দেব ব্যাক করেছেন, এবার সোহমের পালা! ধামাকা দেখাতে চলছে প্রস্তুতি
রাহার দুষ্টুমি সামলানোর দায়িত্ব রণবীরের উপর
অপরদিকে ভিডিওতে দেখা গেল, আলিয়া ভাট একই মাঠে ছিলেন। তখন তিনি প্র্যাকটিস করছেন পিকল বল খেলা। আলিয়া যখন খেলায় ব্যস্ত, তখন রাহার সমস্ত দুষ্টুমি সামলানোর দায়িত্ব নিয়েছেন রণবীর। আগামীতে রণবীর এবং আলিয়াকে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এছাড়াও খুব শীঘ্রই আসছে ‘রামায়ণ’ ছবি। যেখানে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর।