ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ভীষণ খুশি। কারণ বাংলার মানুষ হলমুখী হয়েছেন। হলে গিয়ে বাংলা ছবি দেখছেন। তার উপর আসছে সোহমের নতুন ছবি ‘ফেলুবক্সী’। অভিনেতা মনে করেন, মাঝে হয়ত তাঁদের কোনও ভুল হয়ে গিয়েছিল। তাই দর্শক হল থেকে মুখ ফিরিয়েছিলেন। তবে সেই পুরনো ছকে, পুরনো নিয়মে আবার হলে ফিরছেন দর্শকরা। দেব ইতিমধ্যেই ব্যাক করেছেন, এবার সোহমের পালা। সোহম কীভাবে সেই পুরনো ছকে নিজেকে ফিরিয়ে আনতে চলেছেন? জানালেন ট্রাইব টিভিকে।
মেনস্ট্রিম ছবিতে ফিরছেন সোহম (Soham Chakraborty)
কবে আবার সোহমকে (Soham Chakraborty) দেখা যাবে মেনস্ট্রিম ছবিতে? অভিনেতার সোজা উত্তর। আবারও তিনি সেই আগের রূপেই ফিরবেন। কথাবার্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই পুরনো ফর্মে তিনি ফিরে আসছেন। তবে সোহমের কথায় , তিনি সাম্প্রতিক যে ছবিগুলো করেছেন সেগুলো খারাপ, এমন নয়। এই ছবিগুলো আসলে অন্য মাত্রার এবং অন্য ঘরানার ছবি। কিন্তু যেভাবে দর্শক সোহমকে পছন্দ করেছেন, তিনি সেই ভাবে আবার দর্শকের সামনে হাজির হতে চলেছেন।
স্ক্রিপ্ট লেখার কাজ শুরু (Soham Chakraborty)
সোহমের (Soham Chakraborty) কথায়, দেব অলরেডি ব্যাক করেছেন। এবার তিনিও ফিরবেন। সেই মতো স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গিয়েছে। নতুন বছরেই আসছে সেই নতুন কাজ। তবে কোন ছবিতে সোহমকে আবার পুরনো রূপে চেনা ছকে আপনারা দেখতে পাবেন, সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Harsha Richhariya: মহাকুম্ভে সবচেয়ে সুন্দরী সাধ্বী, দেখে সবাই ফিদা! কীভাবে সন্ন্যাসিনী হলেন?
‘ফেলুবক্সী’ নিয়ে চিন্তায় ছিলেন সোহম
এখন অভিনেতা ব্যস্ত ‘ফেলুবক্সী’ নিয়ে। ছবিটিতে তাঁকে এই প্রথম দেখা গেল গোয়েন্দা চরিত্রে। লুকটাও একেবারে আলাদা। যখন ‘ফেলুবক্সী’র অফার সোহমের কাছে আসে, তখনই তিনি হ্যাঁ বলে দেন। কারণ এই চরিত্রের মাধ্যমে নিজেকে তিনি নতুন করে ভাঙতে পেরেছেন। অভিনেতার কথায়, তিনি চেষ্টা করেন প্রত্যেক ছবিতে এমন ভাবে কাজ করতে, যেখানে তিনি অভিনেতা হিসেবে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। তবে ‘ফেলুবক্সী’ নিয়ে তিনি একটু চিন্তায় ছিলেন। কারণ ‘ফেলুবক্সী’র সাথে দুটো নাম জড়িয়ে রয়েছে। দুটো ক্ষেত্রেই আবার ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। তবে সোহম কার বেশি ফ্যান? ফেলুদা নাকি ব্যোমকেশ বক্সীর? সোহমের কথায়, তিনি দুজনের ফ্যান, তবে বেশি দেখেছেন ফেলুদার ছবি। ফেলুদাকে একটু কাছের মনে হয় তাঁর।
আরও পড়ুন: Sonu Sood: সোনু সুদের থেকে ‘দাবাং’ চুরি করেছেন সলমন! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
পুরনো সময়কে মিস করেন
একটা সময় সোহমকে দেখা গিয়েছিল পুরো দমে কমার্শিয়াল মুভিতে। সেই পুরনো দিনগুলো কি সোহম মিস করেন? ট্রাইব টিভিকে জানালেন, সেই পুরনো সময়কে তিনি ভীষণ মিস করেন। কারণ ওই ছবিগুলো করে, তিনি ‘সোহম’ হিসেবে দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন। সেক্ষেত্রে তিনি যদি আবার সেই জায়গাটা পান, তার থেকে বড় খুশির কি হতে পারে! তাঁর কথায়, ‘খাদান’ শুধু তাকে নয়, বরং গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে সাহস দিয়েছে। এরকম একটা ওপেনিংয়ের জন্য তিনি অপেক্ষা করছিলেন। বাংলার দর্শক আবার আপন করে নিয়েছে কমার্শিয়াল মুভিকে।