ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খান (Shah Rukh Khan), বলিউডের (Bollywood) কিং খান (king Khan) বলা হয় তাঁকে। অনুরাগীরা তাঁর নাম শুনলেই পাগল। বহু ফ্যান আছেন, যারা কিং খানকে একবার দেখার জন্য দিনের পর দিন তাঁর বাড়ির সামনে অপেক্ষা করেন। আর শাহরুখও তাঁর ভক্তদের আবেদন ফেরান না। ভক্তদের সঙ্গে সব সময় খুব ভালো ব্যবহার করেন। বহু সাক্ষাৎকারে শাহরুখকে বলতে শোনা গিয়েছিল, ভক্তদের জন্যই আজকে তিনি কিং খান। ভক্তদের সবসময় গুরুত্ব দেন।
রেগে গিয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan)
কিন্তু এটা কি জানেন, একবার এক ভক্তের উপর ভীষণ বিরক্ত হয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। ভক্তকে রীতিমত জোর ধমক দিয়েছিলেন তিনি। শাহরুখের এই রূপটার কথা কি কেউ জানেন? প্রশ্নটা হল, সেই ভক্ত এমন কি করেছিলেন? যার কারণে হঠাৎ শাহরুখের মেজাজ এতটা গরম হয়ে গিয়েছিল? যে তিনি ধমক দিতে বাধ্য হলেন! আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্পই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি সাক্ষাৎকার। তবে শাহরুখের সাক্ষাৎকার নয়। তাঁর দেহরক্ষী ইউসুফ ইব্রাহিমের সাক্ষাৎকার। কিং খানের সম্পর্কে বলতে গিয়ে তিনি এমন কিছু কথা বললেন, যা আগে শোনেননি।
অদ্ভুত ঘটনার সম্মুখীন (Shah Rukh Khan)
শাহরুখ (Shah Rukh Khan) মানে ঠান্ডা মাথার একজন মানুষ। তার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন, তাঁর আচরণে। সম্প্রতি তাঁর দেহরক্ষী জানালেন, তারকাদের নিয়ে ভক্তদের মধ্যে একটা উন্মাদনা থাকে। সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বিষয়টা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা ভালো দেখায় না। কারণ তারকারাও রক্ত মাংসের মানুষ। তাঁদের একটা কমফোর্ট জোন রয়েছে। আর সেই জোনটা যখন কেউ অতিক্রম করে, তখন কিভাবে সামলান তারকারা? ঠিক এরকমই এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বলিউডের কিং খান।
আরও পড়ুন: Rupsa Chatterjee: মাতৃত্বকালীন ফটোশুটে রূপসা, চোখে মুখে শুধুই খুশির চমক
ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন ভক্ত
শাহরুখের দেহরক্ষীর কথায়, একবার এক ভক্ত বিমানবন্দরে শাহরুখকে দেখিয়ে নিজের আবেগ সামলাতে পারেননি। ছবি তোলার জন্য রীতিমত শাহরুখের গায়ে ঝাঁপিয়ে পড়েন। ভক্তের ওই আচরণে তখন শাহরুখ বেশ বিরক্ত হয়েছিলেন। তিনি ওই ভক্তকে জোরে একটা ধমক দেন। শাহরুখের ওই রূপ কোনও ভক্ত দেখেননি। শাহরুখের দেহরক্ষী আরও সংযোজন করেন, ভক্তদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা থাকে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। ছবি তোলার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কিনা। ভক্তদের থেকে এইটুকু ভদ্রতা তারকারাও আশা করেন।
আরও পড়ুন: Rahul Banerjee: নিয়ম ভাঙলেন রাহুল, বুকে বয়ে বেড়াচ্ছেন লাল! দেখে কী বললেন সৃজিত?
ভক্তদের কথা ভাবেন শাহরুখ
তবে এটা ঠিক, শাহরুখ সবসময় তাঁর ভক্তদের কথা ভাবেন। গত ২রা নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন শাহরুখ। প্রতিবারের মতো তিনি কিন্তু জন্মদিনের দিন মন্নতের ছাদ থেকে দেখা দেননি। বরং ট্রেন্ড ভেঙে মাঝরাতে মন্নতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন, তাও আবার কড়া নিরাপত্তায় মোড়া ছিল। ভক্তরা মন্নতের ধারে কাছেও ঘেঁষতে পারেননি। সম্প্রতি বাবা সিদ্দিকি খুনের পর থেকে একের পর এক হুমকির মুখে রয়েছে বলিউডের বহু তারকা। তাই অনেকেরই অনুমান, শাহরুখ আগে থেকেই নিজেকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রেখেছেন।