ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনিয়োগের জন্য আদর্শ জায়গা বাংলা। এখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও দরাজ প্রশংসা ভিনরাজ্যের শিল্পপতিদের। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে চারদিন ধরে চলবে ১০ তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশন (Bengal Plastic Business)।
এই এক্সিবিশনে দেশ-বিদেশের প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক বহু সংস্থা যোগ দিয়েছে। শুক্রবার সেই এক্সিবিশনের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দরাজ প্রশংসা শোনা গেল। বাংলায় বিনিয়োগের (Bengal Plastic Business) আদর্শ জায়গা বললেন শিল্পপতিরা। বিনিয়োগের ক্ষেত্র বাংলাকে এগিয়ে রাখলেন গুজরাতের শিল্পপতিরাও।
দাবি করা হয়েছে, এই এক্সিবিশন (Bengal Plastic Business) থেকে রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল-সহ দেশ বিদেশের নানা শিল্পপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। বিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলায় ক্রমবর্ধমান চাহিদা, নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুতের জোগান, কাজের পরিবেশ, কম উৎপাদন খরচ-সহ একাধিক সুবিধা রয়েছে। ফলে বাংলায় শিল্পের অনুকূল পরিকাঠামো রয়েছে (Bengal Plastic Business)।
আরও পড়ুন: https://tribetv.in/trump-zelensky-meeting-updates/
সম্প্রতি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল-সহ দেশ বিদেশের নানা শিল্পপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। বিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলায় ক্রমবর্ধমান চাহিদা, নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুতের জোগান, কাজের পরিবেশ, কম উৎপাদন খরচ-সহ একাধিক সুবিধা রয়েছে। ফলে বাংলায় শিল্পের অনুকূল পরিকাঠামো রয়েছে। ১০ তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশনের (Bengal Plastic Business) উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনিও শিল্পপতিদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: https://tribetv.in/fahad-ahmad-appointed-ncp-sp-youth-wing-chief/
রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাসকদল তৃণমূলকে যখন বারবার নিশানা করছে বিরোধীরা। কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে চড়ছে সুর। ঠিক তখনই বাংলা যে শিল্পের অনুকূল ডেস্টিনেশন হতে পারে(Bengal Plastic Business), এদিনের ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশনের অনুষ্ঠান থেকে সেই বার্তায় আরও একবার দিলো রাজ্য সরকার।