ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সুপ্রিম কোর্টে আবারও আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে হবে এই মামলার শুনানি। সঞ্জয়ের সাজা ঘোষণার পর প্রথমবার শীর্ষ আদালতে (Supreme Court) আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন ও আর্থিক দুর্নীতি মামলার শুনানি।
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন এবং আর্থিক দুর্নীতি (RG Kar Case) দুটি বিষয় নিয়েই মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত সোমবারই চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদন্ডের সাজার রায় দিয়েছে শিয়ালদহ আদালত। তারপরই সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি। ইতিমধ্যেই সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে (Supreme Court) তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিয়েছেন। আজ রাজ্য তার রিপোর্ট জমা দেবে এবং রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
আর পড়ুন: RG Kar Case: গত পাঁচ মাসে পাঁচটি মামলা বিরলের মধ্যে বিরলতম! আর জি কর কেন নয়?
আর পড়ুন: Sanjay Roy: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের
শিয়ালদহ আদালতের (Sealdah Court) রায়ে খুশি হতে পারেননি নির্যাতিতার বাবা-মাও। আগের শুনানিতেই তাঁরা আরও তদন্তের দাবি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআই-কে নির্দেশ দিয়েছিল তদন্তের স্বার্থে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে। কিন্তু তাঁরা দাবি করেছেন, সিবিআই তাঁদের সঙ্গে সেই ভাবে কোনও যোগাযোগ করেনি বা কথাবার্তা বলেনি। সেই নিয়েও আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) কী বলে, সেদিকেও নজর থাকবে।
সঞ্জয়ের সাজা ঘোষণা (RG Kar Case)
প্রসঙ্গত, গত সোমবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় (RG Kar Case) একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন। জীবনের শেষ দিন পর্যন্ত কারাবাসে থাকতে হবে আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে। আমৃত্যু কারাদণ্ড সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এছাড়াও সাত লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ।
আর পড়ুন: Mamata Banerjee: আরজি কর-মামলার রায়ে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, ‘অপরাধের সঙ্গে আপস নয়’ বার্তা মমতার
যদিও সঞ্জয়ের এই সাজায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগেই তিনি সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন। সর্বোচ্চ শাস্তির দাবিতে পথেও নেমেছিলেন মুখ্যমন্ত্রী। সাজা ঘোষণার পর ফের তিনি সরব হন সঞ্জয়ের ফাঁসির দাবিতে। তাঁর পরামর্শমতো সাজা ঘোষণার পরদিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বলে মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আরজি করে হাসপাতালে কর্মরত চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা বিরলতম ও স্পর্শকাতর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই মামলারও শুনানি।