ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত কয়েকদিন ধরেই বলিউডের (Bollywood ) অন্দরে রীতিমত তোলপাড় ঘটে গিয়েছে (Govinda-Sunita)। শুধুমাত্র একটা খবরকে কেন্দ্র করে। গোবিন্দা (Govinda) এবং সুনিতা আহুজার (Sunita Ahuja) নাকি বিচ্ছেদ ( Divorce ) হতে চলেছে । প্রায় ৩৭ বছরের সংসার। গুঞ্জন ওঠে, সেই সম্পর্ক ভাঙতে বসেছে। এই সংবাদে ভীষণ মন খারাপ হয়েছিল অনুরাগীদের। তবে এবার জানা গেল অবিশ্বাস্য আর একটা কথা । যে কথা সুনিতা নিজেই বললেন, যা শুনে স্বস্তিতে অনুরাগীরা।
জল্পনা ওড়ালেন সুনিতা (Govinda-Sunita)
গোবিন্দা এবং সুনিতা আর এক ছাদের তলায় থাকেন না (Govinda-Sunita)। তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বি টাউনে। অনেকেই বলতে থাকেন, গোবিন্দা আর সুনিতার সম্পর্ক ভালো যাচ্ছে না। তাছাড়া সুনিতা যে গোবিন্দাকে চোখে চোখে রাখতে চান, সে কথা তিনি তাঁর কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, এও শোনা গিয়েছিল বেশ কয়েক মাস আগে সুনিতা আইনিভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। কিন্তু সমস্ত জল্পনাকে এবার উড়িয়ে দিলেন সুনিতা নিজে।
সুনিতার দাবি (Govinda-Sunita)
গোবিন্দা এবং সুনিতার দুই সন্তান যশবর্ধন এবং টিনা দু’জনেই এখন সাবালক। অপরদিকে গোবিন্দা শুধুমাত্র একজন বলিউড অভিনেতা নন, বরং তিনি রাজনীতিবিদ। মায়ানগরীতে বিয়ে ভাঙার ঘটনা একেবারেই নতুন নয়। বিচ্ছেদ জল্পনা শুরু হতেই, প্রশ্নের ঝড় ওঠে। যদিও এখনও গোবিন্দা এই বিষয়ে বেশি কথা বলতে চাননি। শুধু জানিয়েছেন, তিনি কাজ নিয়ে ব্যস্ত। অপরদিকে সুনিতা এবার সাফ কয়েকটা কথা জানিয়ে দিলেন। শনিবার রাত থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যেখানে জোর গলায় সুনিতাকে বলতে শোনা যায়, “মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্ট পরে থাকি। এদিকে উনি রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে বাড়িতে অনেক কর্মকর্তারা আসেন”। ঠিক এই পয়েন্ট থেকে, ছাদ আলাদা হওয়ার প্রসঙ্গ এসেছে।
আরও পড়ুন: Prosenjit-Chiranjeet: ‘কাকাবাবু’ প্রসেনজিতের সাথে জুটি বাঁধছেন চিরঞ্জিত, উচ্ছ্বসিত দর্শকরা
গোবিন্দার ভ্যালেন্টাইন কে?
সুনিতা আরও যোগ করে বলেছেন, “আমাকে গোবিন্দার থেকে আলাদা করবে এত ক্ষমতা কারোর নেই। কেউ এরকম কিছু ভেবে থাকলে সামনে আসুক”। কিছুদিন আগেই সুনিতা যখন বলেছিলেন, গোবিন্দা তাঁর ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছে। এ কথাতেও কিন্তু তুমুল চর্চা হয়েছিল। আসলে ‘ভ্যালেন্টাইন’ গোবিন্দার নতুন ছবির কাজ। কারণ কাজ ছাড়া গোবিন্দা থাকতে পারেন না। সুনিতার বক্তব্য, তাঁর জীবনে সতীন বলতে একমাত্র গোবিন্দার কাজ, আর কেউ নয়।
আরও পড়ুন: Ranbir Kapoor: রণবীরের অন্য মেয়েদের প্রতি টান! মোক্ষম জবাব দিলেন আলিয়া
জল্পনার সূত্রপাত
জল্পনার সূত্রপাত হয়েছিল গত অক্টোবরে। যখন নিজের বাড়িতেই পায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন গোবিন্দা। সে সময় অভিনেত্রী শিল্পা শেট্টিকে হাসতে হাসতে প্রশ্ন করতে দেখা গিয়েছিল, সুনিতাই কি তবে গোবিন্দাকে রাগের মাথায় গুলি করেছেন? ঘটনার সময় সুনিতা কিন্তু বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন। পরে গোবিন্দা সেকথা জানিয়েছিলেন। কিন্তু তখন থেকেই শুরু হয় বিচ্ছেদ জল্পনা। তবে এবার সুনিতা নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন।