ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এক সময় যখন হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাট করা সম্ভব ছিল না বা জুম ও গুগল মিট বাজারে এতটা জনপ্রিয় হয়ে উঠেনি, তখন স্কাইপ (Skype) ছিল যোগাযোগের একমাত্র ভরসা। ইন্টারভিউয়ের উত্তেজনা থেকে বন্ধুকে ভিডিও কলের মাধ্যমে দেখার আনন্দ—স্কাইপের নীল-সাদা লোগোর সঙ্গে জড়িয়ে রয়েছে একগুচ্ছ স্মৃতি। তবে, এবার স্কাইপ (Skype) বিদায় নিচ্ছে। মাইক্রোসফট জানিয়ে দিয়েছে, আগামী ৫ মে, ২০২৫ থেকে স্কাইপ আর ব্যবহার করা যাবে না। তবে, এতে দুঃখিত হওয়ার কিছু নেই, কারণ এর পরিবর্তে আসছে মাইক্রোসফট টিমস (Microsoft Teams), যা আরও উন্নত কমিউনিকেশনের সুবিধা দেবে।
সরাসরি মাইক্রোসফট টিমসে স্থানান্তর (Skype)
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ (Skype) ব্যবহারকারীরা সহজেই তাদের স্কাইপ অ্যাকাউন্ট ব্যবহার করে মাইক্রোসফট টিমসে (Microsoft Teams) লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর, তাদের সমস্ত চ্যাট, কন্ট্যাক্ট এবং কল হিস্টরি স্বয়ংক্রিয়ভাবে টিমস-এ স্থানান্তরিত হয়ে যাবে, যার ফলে পূর্বের সমস্ত কথোপকথন ও যোগাযোগ সহজেই চালিয়ে যেতে পারবেন। মাইক্রোসফট এই পরিবর্তনটি গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক এবং কার্যকরী করে তুলবে বলে দাবি করেছে।
এছাড়া, স্কাইপ ব্যবহারকারীদের জন্য ডেটা এক্সপোর্ট করার সুযোগও থাকবে। যদি কেউ মাইক্রোসফট টিমসে চলে যেতে না চান, তবে তারা স্কাইপ থেকে সমস্ত চ্যাট, কন্ট্যাক্ট এবং কল হিস্টরি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।
স্কাইপের পেইড পরিষেবা: নতুন নিয়ম (Skype)
স্কাইপ (Skype) ক্রেডিট এবং কলিং সাবস্ক্রিপশন এখন থেকে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট, তবে যাদের সাবস্ক্রিপশন রয়েছে, তারা পরবর্তী রিনিউয়াল পর্যন্ত এই পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন। স্কাইপের ডায়াল প্যাড এখনও মাইক্রোসফট টিমসে বা ওয়েব পোর্টালে সীমিত আকারে চালু থাকবে।
আরও পড়ুন : WhatsApp Payment: হোয়াটসঅ্যাপ পেমেন্টের নয়া ফিচার, পেমেন্ট করতে আর পিন লাগবে না!
কেন স্কাইপ বন্ধ করছে মাইক্রোসফট?
টেক বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফট বহু বছর ধরেই টিমস-কে স্কাইপের বিকল্প হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। মাইক্রোসফটের লক্ষ্য ছিল, কর্পোরেট এবং ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থাগুলিকে একত্রিত করে একটি আধুনিক, শক্তিশালী ,কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি করা। টিমস ইতিমধ্যেই ভিডিও কল, মেসেজিং, ফাইল শেয়ারিং, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট এবং আরও অনেক সুবিধা প্রদান করছে, যা স্কাইপের তুলনায় অনেক বেশি কার্যকরী এবং সুদূরপ্রসারী।
আরও পড়ুন : Flying Car: আমেরিকার বাজারে উড়ন্ত গাড়ি, এবার আকাশে উড়বে গাড়ি!
স্কাইপের যাত্রা
২০০৩ সালে উত্তর ইউরোপের এস্তোনিয়া শহরের তালিন-এ একদল ইঞ্জিনিয়ার স্কাইপ তৈরি করেন। স্কাইপ মূলত ল্যান্ডলাইনের পরিবর্তে ইন্টারনেট ব্যবহার করে কল করার সুবিধা দিয়েছিল। ২০০৫ সালে এতে ভিডিও কলিং ফিচার যুক্ত করা হয়, যে কারণে স্কাইপ ব্যবহারকারীদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে ওঠে। ২০১১ সালে মাইক্রোসফট স্কাইপকে অধিগ্রহণ করে, এবং তখন স্কাইপের ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। তবে, কোভিড-১৯ মহামারীর সময়ে নতুন ভিডিও কলিং প্ল্যাটফর্ম যেমন জুম , গুগল মিট,টিমস দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। আর সেই সঙ্গেই স্কাইপের ব্যবহারকারী সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।