ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্মার্টফোন আমরা কমবেশি (Realme 5G Phones) ব্যবহার করি সবাই। আজকালকার টেক-স্যাভি যুগে সকলেরই চাই মডার্ন টেকনোলজির মডার্ন ফোন। আর টেক লাভারদের সেই আশা পূরণ করতেই ভারতের বাজারে আগামী ১৮ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩এক্স ৫জি এবং রিয়েলমি পি৩ প্রো স্মার্টফোন।
রিয়েলমির লঞ্চ কবে? (Realme 5G Phones)
রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের লঞ্চ দুপুর ১২টায় অনুষ্ঠিত (Realme 5G Phones) হবে, এবং এর সঙ্গেই লঞ্চ হবে রিয়েলমি পি৩ প্রো ফোনও। লঞ্চের পর, এই দুটি ফোন ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোরে পাওয়া যাবে। নতুন ফোনগুলির মধ্যে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের ডিজাইন এবং রঙের কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
কোন কোন রঙে পাওয়া যাবে? (Realme 5G Phones)
এই মডেলটি লুনার সিলভার, মিডনাইট ব্লু, এবং স্টেলার পিঙ্ক—এই তিনটি রঙে (Realme 5G Phones) পাওয়া যাবে। সিলভার মডেলের ব্যাক প্যানেলে এমন একটি টেক্সচার থাকবে, যা আলোর প্রতিফলন ঘটাবে, আর মিডনাইট ব্লু ও স্টেলার পিঙ্ক মডেলগুলিতে থাকবে ভেগান লেদার ফিনিশ।
আরও পড়ুন: Redundancy In America: মার্কিন মুলুকে সরকারি কর্মী ছাঁটাইয়ের হিড়িক, গবেষকদের বরাদ্দেও কাঁটছাঁট!
আছে প্রিমিয়াম লুক
রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের পুরুত্ব হবে ৭.৯৪ মিলিমিটার এবং এতে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। ক্যামেরা সেনসরটি বাঁদিকের কোণে লম্বালম্বি সাজানো থাকবে। এই ফোনের ফিচারে প্রিমিয়াম লুক এবং উন্নত পারফরম্যান্স থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রিয়েলমি পি৩ প্রো নেই পিছিয়ে
অন্যদিকে, রিয়েলমি পি৩ প্রো ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে থাকবে। ফোনটির ভিতরে থাকবে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনকে গরম হতে দেবে না। এছাড়া এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে, যা ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ধুলোবালিতেও নো টেনশন
রিয়েলমি পি৩ প্রো ফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু হবে এবং এটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্টও হবে। এই ফোনটি গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন—এই তিনটি রঙে লঞ্চ হবে।