ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিহারের (Bihar) ছাপরা জেলায় প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে নিজের সন্তানকেই অপহরণ করে এক মহিলা। নিজের শ্বশুরবাড়িতে ফোন করে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ওই মহিলা। এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। মহিলার ববিতা দেবী ও তাঁর প্রেমিক নীতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।
সংসার বাঁধার পরিকল্পনা (Bihar)
পুলিশ সূত্রে খবর, পটনার (Bihar) বাসিন্দা নীতীশের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল ববিতার। নীতীশের সঙ্গে সংসার বাঁধার পরিকল্পনা করেন তিনি। নিজেদের একটি আলাদা বাড়ির কথা ভাবছিলেন তাঁরা। সেইমতো নীতীশের সঙ্গে পরিকল্পনা করেই নিজের ১৩ বছরের ছেলেকে ববিতা অপহরণ করেন বলে অভিযোগ। তার পরে প্রেমিককে দিয়ে বাড়িতে ফোন করান এবং মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না-মিললে সন্তানকে খুন করে দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
২৫ লক্ষ টাকা মুক্তিপণ (Bihar)
বাড়ির ছেলে অপহৃত এবং ২৫ লক্ষ টাকা মুক্তিপণের চাওয়ার ঘটনায় পুলিশের দ্বারস্থ হন আদিত্যর কাকা (Bihar)। গোটা ঘটনার তদন্তে নেমে বাড়ির লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই অপহৃত আদিত্যর মায়ের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় তদন্তকারীদের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে অপহরণের কথা স্বীকার করে নেন ববিতা। তিনি পুলিশকে জানান, প্রেমিক নীতীশের সঙ্গে মিলেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এরপর নীতীশের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আদিত্যকে।
আরও পড়ুন: Maoist Commander Surrender: আত্মসমর্পণ করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম
দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ
ববিতা দেবী নামে বিহারের ওই মহিলা এবং তাঁর প্রেমিক নীতীশ কুমার ২৫ লক্ষ টাকা মুক্তিপণও চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেদের থেকে। বিহারের ছাপরা জেলার ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় মহিলা অপহরণের অভিযোগ স্বীকার করেছেন। প্রেমিকের সঙ্গে ঘর বেঁধে আলাদা বাড়ি তৈরি করতে চেয়েছিলেন মহিলা। সেই উদ্দেশ্যেই নিজের সন্তানকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপহৃত নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।