ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Chaos) অশান্তি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপক-অধ্যাপিকাদের হেনস্থার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয় সোমবার।
যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তি এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয় রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে আগেই একটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Jadavpur University Chaos)। সোমবার সেই মামলাটির সঙ্গে এই মামলাটিকেও যুক্ত করে একসঙ্গে শুনানির আবেদন জানানো হয় মামলাকারীদের পক্ষ থেকে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সেই আবেদন মেনে নিয়ে আগামী বৃহস্পতিবার দুটি মামলায় একসঙ্গে শুনবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: https://tribetv.in/hs-examination-2025-first-day-exam-completed-without/
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-news-woman-allegedly-attacked-by-husband-lover/
মামলাকারীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Chaos) অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭ এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ২টি করেছে পুলিশ। বাকি ৫টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের কোনও অভিযোগ জমাই নেয়নি পুলিশ। অথচ তাদের মেস ও হোস্টেলগুলিতে তল্লাশির নামে হেনস্তা করা হচ্ছে। অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই মর্মে সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।