ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হালতুর (Kasba Incident) পূর্বপল্লী এলাকার একটি বাড়ির একতলা থেকে মঙ্গলবার তিন জনের দেহ উদ্ধার হয়। ৪০ বছর বয়সি সোমনাথ রায় ও ওই বাড়িতে ছিলেন তাঁর ৩৫ বছরের স্ত্রী সুমিত্রা এবং আড়াই বছরের ছেলে রুদ্রনীল। মঙ্গলবার এই তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়েই হালতুর পূর্বপল্লীর ওই বাড়িতে পৌঁছয় কসবার থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ মৃতদের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটা আত্মহত্যার ঘটনা।
তিন জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার (Kasba Incident)
স্থানীয়রা জানান, সোমনাথ রায় বহু দিন ধরে এখানে রয়েছেন (Kasba Incident)। গাড়ির কাজ করেন বলে স্থানীয় সূত্রে খবর। এমন ঘটনা যে ঘটতে পারে, বিশ্বাসই করতে পারছেন না তাঁরা। এলাকার লোকজন জানান, সোমবার বিকালে শেষবার দেখা গিয়েছিল তাঁদের। মঙ্গলবার সকাল ১০টা ২০ নাগাদ বিষয়টা সামনে আসে। তিন জনকে ঝুলন্ত অবস্থায় কসবা থানা এলাকার পূর্বপল্লির বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মর্মান্তিক সে দৃশ্য। সোমনাথ ও সুমিত্রা পাশাপাশি দু’টি শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন। সোমনাথের কোলে ছিল ছোট্ট রুদ্রনীল।
পেশায় অটো চালক সোমনাথ (Kasba Incident)
প্রতিবেশীরা জানিয়েছেন, পেশায় অটো চালক সোমনাথ রায় আর্থিক কষ্টে ভুগছিলেন (Kasba Incident)। বাড়ির সামনে পাওনাদারদের আনাগোনা বাড়ছিল। আগে তাঁর একাধিক গাড়ি ছিল, কিন্তু সম্প্রতি সেসব বেচে এখন একটা নতুন অটো কিনেছে, সেটাই সে এখন সে চালাতো। সেই চাপ থেকে নিষ্কৃতি পেতেই পরিবারকে নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সোমনাথ রায়। অবার অনেকেই বলছেন জমি সংক্রান্ত বিবাদের ফলেই হয়তো এই ঘটনা।

আরও পড়ুন: Habra Incident: সম্পত্তির লোভে হাবড়ায় মা-বাবাকে সুপারি কিলার দিয়ে খুন, মেয়ে জমাইয়ের যাবজ্জীবন
টাকার জন্য নিজের অটোও বিক্রি
জন্ম থেকেই কঠিন অসুখে ভুগছিল আড়াই বছরের পুত্র রুদ্রনীল। সেই রোগের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় সোমনাথ রায়কে! অগত্যা টাকার জন্য নিজের অটোও বিক্রিও করেন। এমনকি, ধারও নিতে হয়েছিল। তবে শোধও করে দিয়েছিলেন সোমনাথ। তার পরও কেন সপরিবার আত্মহত্যা করলেন, তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরা। সোমনাথের অটো চালানোর সঙ্গী বলে, ‘‘দিন কয়েক আগে অটো ইউনিয়নের থেকে আট হাজার টাকা ধার নিয়েছিলেন সোমনাথ। কিন্তু সোমবারই তা শোধ করে দেন তিনি।’’
জমি নিয়ে পারিবারিক বিবাদ?
কেউ বলছেন আর্থিক অনটনের কথা, কেউ আবার বলছেন জমি নিয়ে পারিবারিক বিবাদের বিষয়। যদিও প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। সুমিত্রার পরিবার এই ঘটনায় শুরু থেকেই আত্মীয়দের দিকে আঙুল তুলেছিল। অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদ, মানসিক অশান্তিই এই চরম সিদ্ধান্ত গ্রহণের পিছনে মূল কারণ। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে প্রাথমিক তদন্তের পর, পুলিশ সোমনাথের মামা-মাসি-মামিকে আটক করেছে।