ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের সময় হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন ওয়ালিয়ার মধ্যে প্রেমের ধারা দেখা গিয়েছে (Hardik and Jasmin)। অজি-বধের সময়ে গ্যালারি থেকে তাকে উৎসাহিত করছেন জ্যাসমিন।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হার্দিকের ছক্কার সঙ্গে উচ্ছ্বাসে মাতলেন জ্যাসমিন (Hardik and Jasmin)
ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সম্পর্ক এখন প্রকাশ্যে (Hardik and Jasmin)। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ে ভিআইপি বক্স থেকে হার্দিককে উৎসাহ দিতে দেখা গেল জ্যাসমিনকে। নীল রঙের ঝলমলে পোশাকে জ্যাসমিন ছিলেন পুরোপুরি চিয়ারলিডারের ভূমিকায়।
অন্যদিকে, হার্দিক ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং তিনটি বিশাল ছয় মেরে ভারতের জয় নিশ্চিত করেন। যখন তিনি পরপর ছয় মারছিলেন, তখন ক্যামেরা ঘুরে যায় জ্যাসমিনের দিকে, দেখা যায় তিনি উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন এবং খুশিতে চিৎকার করছেন।
একদিকে হার্দিকের নতুন প্রেম, অন্যদিকে নাতাসার জন্মদিন (Hardik and Jasmin)
হার্দিক ও জ্যাসমিনের (Hardik and Jasmin) প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে। তবে একই দিনে সংবাদ শিরোনামে উঠে এসেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচও। মঙ্গলবার নিজের জন্মদিন উদযাপন করেন নাতাসা। তিনি একটি ছোট পার্টির আয়োজন করেন এবং নিজের ছেলে অগস্ত্যর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটান। হার্দিক ও নাতাসা যৌথভাবে তাদের ছেলেকে বড় করছেন।
কীভাবে সম্পর্ক সামনে এল?
হার্দিক ও জ্যাসমিনের সম্পর্কের খবর সামনে আসে গত বছর, যখন হার্দিক ও নাতাসার বিচ্ছেদের ঘোষণা হয়। এরপর গ্রিসে একটি রোম্যান্টিক ছুটি কাটানোর সময় দুজনের ছবি প্রকাশ্যে আসে। সেখান থেকেই শুরু হয় নতুন প্রেমের জল্পনা। এরপর জ্যাসমিনকে একাধিক ক্রিকেট ম্যাচে হার্দিকের জন্য গ্যালারিতে চিয়ার করতে দেখা যায়।
আরও পড়ুন: ICC Ranking: আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট
তিনি দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচেও উপস্থিত ছিলেন এবং সেখানেও হার্দিককে সমর্থন করছিলেন। শুধু গানের জগতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। হার্দিকের ভক্তরাও তার নতুন প্রেম নিয়ে বেশ উচ্ছ্বসিত।
কে এই জ্যাসমিন ওয়ালিয়া?
জ্যাসমিনের জন্ম ইংল্যান্ডের এসেক্স শহরে, ভারতীয় বংশোদ্ভূত পরিবারে। তিনি প্রথম পরিচিতি পান ব্রিটিশ রিয়েলিটি শো “দ্য অনলি ওয়ে ইজ এসেক্স” (TOWIE)-এর মাধ্যমে। ২০১০ সালে এক্সট্রা চরিত্রে শুরু করলেও ২০১২ সালের মধ্যেই মূল কাস্টের অংশ হয়ে ওঠেন।
আরও পড়ুন: Steve Smith: ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ
এই শোতে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি গানের দুনিয়ায় পা রাখেন। বর্তমানে তিনি ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব। হার্দিকের সঙ্গে তার সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে।