ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের ( Bollywood ) গুঞ্জন বলছে, খুদে রাহা (Raha) নাকি দিদি হচ্ছে? অর্থাৎ রণবীর আলিয়ার সংসারে আসছে নতুন সদস্য (Alia-Ranbir)! সত্যি কি তাই? হঠাৎ এমন প্রশ্ন বাণে কেনই বা বলিউডের অন্দরে ঝড় উঠল? এমনকি রণবীর (Ranbir Kapoor)এবং আলিয়া (Alia Bhatt) তাঁদের দ্বিতীয় সন্তানের নাম পর্যন্ত ঠিক করে রেখেছেন। সে কথা নিজেই জানিয়েছেন আলিয়া।
দিদি হচ্ছে খুদে রাহা! (Alia-Ranbir)
সময়টা ২০২২ সালের এপ্রিল মাস। রীতিমত ধুমধাম করে সাত পাকে ঘুরেছিলেন বলিউড স্টার রণবীর কাপুর এবং আলিয়া ভাট (Alia-Ranbir)। ওই বছরই আলিয়ার কোল আলো করে আসে রাহা। এখন খুদের বয়স আড়াই বছর। খুদে রাহা তার স্টার বাবা-মায়ের থেকে কম জনপ্রিয় নয়। এই বয়সেই তার যথেষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে। মিষ্টি আচরণে কেড়ে নিয়েছে লাইম লাইট। খুদে রাহা নাকি এবার দিদি হতে চলেছে অর্থাৎ রণবীর-আলিয়ার পরিবারে আসছে নতুন সদস্য। কিন্তু এই জল্পনার সূত্রপাত কোথায়?
সাক্ষাৎকারে আলিয়ার বক্তব্য (Alia-Ranbir)
আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া ভাটকে (Alia-Ranbir) বলতে শোনা যায়, কাপুর পরিবার আলিয়ার পুত্র সন্তানের জন্য একটি নাম ঠিক করে রেখেছিল। আর রাহার নামকরণ করেছিলেন রণবীরের মা নিতু কাপুর। সেই সময় রণবীর আলিয়া দুজনেই তাঁদের পুত্র সন্তানের নাম ভেবে রাখেন।
আলিয়া বলেন, “ভবিষ্যতে যদি আমার ছেলে হয় তাহলে সেই নামটাই রাখব। আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব আসে। সেখান থেকেই পুত্র সন্তানের একটি নাম ভালো লেগে যায়। আমার আর রণবীরের যখন মেয়ে হল, তখন রাহা নাম রাখার প্রস্তাব দেন আমার শাশুড়ি। উনি বলেছিলেন, পুত্র সন্তানের নামের সঙ্গে রাহার নাম ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামের মধ্যেও মিল থাকবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে নিয়েছি।”
আরও পড়ুন: Rupsha Chakraborty: মাথার উপর মা জগদ্ধাত্রীর আশীর্বাদ, রূপসাকে দেখে কেন ভয় পায় দর্শক?
আলিয়ার কথায় সুখবরের ইঙ্গিত!
যদিও পুত্র সন্তানের নামটা আলিয়া জানাননি। সেটা আপাতত সিক্রেট হিসেবেই রেখে দিয়েছেন। কিন্তু আলিয়ার বক্তব্যের পর বলিউডে এখন তুমুল গুঞ্জনের ঝড়। তবে কি আলিয়া এবং রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আগেই করে রেখেছিলেন? সেই ইঙ্গিতই নাকি এবার পাওয়া গেল আলিয়ার কথায়।
আরও পড়ুন: Phulki upcoming episode: স্বামী-স্ত্রী থেকে ভাই-বোন, ট্রোল হতেই কী বললেন ‘ফুলকি’?
ঊর্ধ্বমুখী ফিল্মি কেরিয়ারের গ্রাফ
অনুরাগীরা মনে করছেন, যদি রাহা দিদি হয়, বিষয়টা মন্দ হবে না। রাহা খেলার সঙ্গী পাবে। তাছাড়া আলিয়া এবং রাহা এসে রণবীরের জীবনটা একেবারেই বলে দিয়েছে। একসময় যে রণবীরকে বলা হত ‘রমণীমোহন’, এখন তিনি একজন দায়িত্ববান বাবা এবং স্বামী। শুধু তাই নয়, আলিয়া এবং রণবীরের হাতে এখন একের পর এক কাজ। প্রত্যেকটাই বিগ বাজেটের। সোজা কথায়, দু’জনের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে।