ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মোদিকে অভিনেতা বলে ফেললেন তাঁরই দলের এক মুখ্যমন্ত্রী (Bhajan Lal Sharma)। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সম্ভবত মুখ ফসকেই বলে দিলেন, “মোদিজি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা।” কংগ্রেস শিবিরের দাবি, এতদিন ধরে এ কথাই তো আমরা বলে আসছি। মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে বিবাদ শুরু হয়েছে। রাহুল গান্ধী বহুদিন ধরে বলে আসছেন, তিনি রাজনীতিক বা প্রশাসক নন, একজন পাক্কা অভিনেতা। এবার মুখ্যমন্ত্রী ভজনলাল বিজেপি নেতাদের মনের কথাটি বলে দিলেন।
IIFA অনুষ্ঠানে ভজনলালের মন্তব্য (Bhajan Lal Sharma)
এবারে বলিউডের International Indian Film Academy (IIFA) অনুষ্ঠানের আয়োজন হয়েছে রাজস্থানের জয়পুরে। রবিবার সেখানে জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভজনলাল (Bhajan Lal Sharma)। সেখান থেকে তাঁর একটি ভিডিও সামনে এসেছে, যাতে মুখ্যমন্ত্রীর প্রিয় অভিনেতা কে, জানতে চান সাংবাদিকরা। দেখা যায়, উত্তর এড়িয়ে যাওয়ার পরিবর্তে হাসিমুখে উত্তর দেন, “নরেন্দ্র মোদিজি।” ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বত্র। আর সেই নিয়েই বিতর্কে নেমে পড়েছেন বিরোধীরা। আর তাই নিয়ে শোরগোল পড়ে গেছে বিরোধী মহলে।
‘ওভার অ্যাক্টিং করে ফেলছেন মোদিজি’ (Bhajan Lal Sharma)
মুখ্যমন্ত্রীর (Bhajan Lal Sharma) এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে গিয়েছেন। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা বলছেন, “মোদিজি যে কোনও নেতা নন অভিনেতা, সেটা তো আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি।” কংগ্রেস মুখপাত্র পবন খেরা আবার বলছেন, “ভজনলালজি আপনি ঠিকই বলেছেন। তবে এখন মাঝে মাঝে একটু ওভার অ্যাক্টিং করে ফেলছেন মোদিজি।” আপও রসিকতা করেছে ভজনলালের মন্তব্য নিয়ে। আপের সরকারি এক্স হ্যান্ডেল থেকে বলা হল, ‘মোদিজিই যে সর্বকালের সেরা অভিনেতা, অন্য কেউ কার ধারে কাছে আসেন না, সেটা তাঁর দলের মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন।’
আরও পড়ুন: Uttarpradesh BJP Leader: পেটে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিজেপি নেতাকে খুন উত্তরপ্রদেশে
‘মোদীজিকে হিরো বলেছেন’
তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধলেও মুখ্যমন্ত্রী ভজনলাল কোনও ব্যাখ্যা দেননি। বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মোদীজিকে ‘হিরো’ বলেছেন, পছন্দের অভিনেতা বলেননি। ওই বিজেপি নেতার দাবি, মিডিয়া মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিল তার প্রিয় হিরো কে? তিনি জবাবে মোদীজির নাম করেছেন। তিনি নতুন কিছু বলেননি। এটাই বিজেপির বক্তব্য।
ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে সচেতন
কংগ্রেস নেতারা আরও বলেন, পাকা অভিনেতার মতো মোদীজি ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে সচেতন। সচেতন সাজসজ্জা এবং পোশাক নিয়েও। আর কে না জানে তিনি ভাষণে টেলিপম্পার ব্যবহার করেন। কংগ্রেসের বিরোধী দলনেতা তিলকরাম জুলির বক্তব্য, মোদীজি নিজেকে চৌকিদার বলেন বটে। আসলে তিনি একজন কলাকার। তিনি জনসেবক নন, অভিনেতা।