ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ সেজে মণিপুরের (Manipur Fraud Case) বিধায়কদের ফোন করে কোটি কোটি টাকা দাবি করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রতারণার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ফেব্রুয়ারির প্রথম দিকে। তখন মণিপুর বিধানসভার স্পিকার থোকচোম সত্যব্রত সিংয়ের কাছে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি জয় শাহ এবং মন্ত্রীপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্পিকারের কাছ থেকে ৪ কোটি টাকা দাবি করেন।
জয় শাহ পরিচয়ে বিপুল অঙ্কের অর্থ দাবি (Manipur Fraud Case)
উড়ো ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ সেজে বিধায়কদের কাছ থেকে কোটি কোটি টাকা দাবি করেছিলেন প্রতারকেরা (Manipur Fraud Case)। সেই কাণ্ডেই এ বার পুলিশের জালে ধরা পড়লেন ওই তিন যুবক! সম্প্রতি মণিপুরের রাজধানী ইম্ফলে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবারই ধৃতদের দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে ইম্ফলে। গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের আরও বেশ কয়েকজন বিধায়কের কাছেও একইরকমভাবে ফোন যায়। প্রতিবারই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে জয় শাহ পরিচয় দিয়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় (Manipur Fraud Case)
এই ঘটনার কথা জানাজানি হতেই তদন্তে নামে পুলিশ। অবশেষে তিন অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় (Manipur Fraud Case)। মঙ্গলবার সকালে ধৃতদের ইম্ফলে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৩১৯(২) ধারায় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে বড় একটি গ্যাং এই প্রতারণার সাথে জরিত।
আরও পড়ুন: Bhajan Lal Sharma: ‘মোদিজি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা’ মন্তব্যে বিতর্কিত রাজস্থানের মুখ্যমন্ত্রী
বড় চক্র এর নেপথ্যে?
আরও একটি ঘটনায় আরও ১৯ বছর বয়সি এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। যিনি একইভাবে জয় শাহের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছিলেন। অভিযোগ, তিনি উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক আদেশ চৌহানের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। একাধিক রাজ্যে একই ঘটনা ঘটায় পুলিশ মনে করছে, একটি কোনও বড় চক্র এর নেপথ্যে থাকতে পারে। পুলিশ এই ঘটনায় তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেন নি অমিত শাহের পুত্র জয় শাহ।