ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে বাড়ছে গরমের দাপট। মার্চ পড়তে না পড়তেই চড়ছে তাপমাত্রার পারা। এবার যেন এক্কেবারে চল্লিশের দোরগোড়ায় পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া(Weather Update)দফতর। কি বলছে আবহাওয়া দফতর? এই গরমে জ্বালা মেটাতে ভিজবে পশ্চিমবঙ্গ?
৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা(Weather Update)
উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব থেকে বাঁচবে না বাংলাও। তারই ছাপ দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতে। আবহওয়া দফতর(Weather Update) বলছে, শুধু দোলের দিন নয়, শনিবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে ৫ জেলায়। তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

হাওয়া অফিস বলছে, অবস্থা এমন হতে পারে যে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যেতে পারে। কোথাও কোথায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। একই ছবি দেখা যাবে সোমবারেও। তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে থাকছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া(Weather Update)
গ্রীষ্মের দাবদাহে নাকাল হচ্ছে দক্ষিণের রাজ্যগুলো। দোলের দিন শুষ্ক আবহাওয়া(Weather Update) কাটলেও বৃষ্টির সম্ভবনা নেই। শনিবারও দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির সম্ভবনা নেই। রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুন: Humayun Kabir : মমতার রোষে হুমায়ুন কবীর, বেফাঁস মন্তব্যের জেরে ফের শো-কজ
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া, কখনও বৃষ্টি কখনও রোদের ঝলকানি আবার তার মাঝেই চলছে তুষারপাত! বাহারি মুডে আবহাওয়ার খেলায় নাজেহাল উত্তরবঙ্গবাসী৷ দক্ষিণবঙ্গ রোদে পুড়লেও উত্তরবঙ্গে আবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে কমবেশি সব জেলাতেই। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন: Nabadwip Holi: শ্রীচৈতন্যদেবের জন্মভূমি, দোল উৎসবে আমিষ নিষিদ্ধের ডাক দিয়েছে নবদ্বীপ পুরসভা