ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘খোল দ্বার খোল লাগলো যে দোল……’। দোলের রঙিন উৎসবে রং খেলা, খাওয়া-দাওয়া, আড্ডা-গল্প করেই কেটে যায় এই দিনটি। অনেকে এই দিনে কোমর বেঁধে চুটিয়ে রং খেলেছেন। সেখানে পুরনো, রংচটা জামা পরেই ময়দানে নেমেছেন অনেকে। কেউ আবার সুন্দর রিলস বানানোর জন্য আলাদা করে সাদা পোশাক কিনেছেন। কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলেও পরিপাটি করে সেজেই গিয়েছেন। সেখানেও রং মাখামাখি তো লেগেই থাকে। ফলে জামার হয় দফারফা অবস্থা। রং খেলতে তো ভালোই লাগে। তবে সেই জামা থেকে রং তোলার(Colour Stain Removing) সময় কালঘাম ছুটে যায়।
অনেকের কাছেই দোলের মজা শুধু রঙ খেলাতেই। পোশাকে বা ফ্যাশনে নয়। তবে তাদের কথা হচ্ছে না। যাঁরা প্রিয় সাদা কুর্তাখানা বের করে রং খেলে আফশােস করছেন, তাঁদের জন্যই এই লেখা। তাঁরা শুনলে খুশি হবেন, যদি সাদা পোশাক পরে আবির খেলে থাকেন, তবে সেই দাগ তুলে সাদা জামা আবার আগের মতোই ধবধবে সাদা করে নেওয়া সম্ভব। রইল কিছু কার্যকরী টিপস।
ব্লিচ(Colour Stain Removing)
শুধু সাদা রঙের পোশাকের ক্ষেত্রেই এই টোটকা কার্যকরী। কারণ অন্য রঙের পোশাকের রং নষ্ট হয়ে যেতে পারে ব্লিচ করলে। গরম জলে নন-ক্লোরিন ব্লিচ মিশিয়ে তাতে সাদা পোশাক ডুবিয়ে রাখুন। তার পরে ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন রং উধাও(Colour Stain Removing) হয়েছে।

লেবুর রস
জামা-কাপড়ের রং তুলতে(Colour Stain Removing) মা-ঠাকুমারা যুগ যুগ ধরে লেবুর রস ব্যবহার করে আসছেন। তাঁদের এই ঘরোয়া টোটকা ফের কাজে লাগান দোলের রং তুলতে। অ্যাসিডিক ধর্মের জন্য লেবুর ছোঁয়াতেই সমস্ত দাগ দূর হয়ে যায়। রঙের দাগে লেবুর রস মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর সেই জায়গা হাত দিয়ে ঘষে নিন। শেষে সাবান জলে ধুয়ে নিলেই কাজ হবে।

জানলা পরিষ্কার করার স্প্রে
এক দম ঠিক দেখছেন। এতেও রং উঠতে পারে। তবে খেয়াল রাখবেন স্বচ্ছ অ্যামোনিয়া যুক্ত স্প্রে ব্যবহার করতে হবে। রঙের দাগের উপর ওই স্প্রে দিয়ে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এ বার একটি পরিষ্কার কাপড় দিয়ে দাগ লাগা জায়গা গুলো ঘষে যতটা রং তোলা যায় তুলুন। তার পরে সাধারণ পদ্ধতিতে সাবান দিয়ে কেচে নিন।
আরও পড়ুন: Holi 2025: দোলের দিন রঙ তো মাখবেন, ত্বকের ক্ষতি এড়াবেন কি ভাবে ?
ভিনিগার
আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা-চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে সেটি ২-৩ লিটার ঠান্ডা জলে গুলে নিন। তাতে জামা ভিজিয়ে রাখুন। তার পরে ভাল করে কেচে নিন।

আরও পড়ুন: Rasona Asan Episode 8: মজাদার দই বড়া রেসিপি নিয়ে দোলের দিন আপনাদের কাছে হাজির ‘রসনা আসান’
অ্যালকোহল বা মিথাইলেটেড স্পিরিট
প্রথমে দাগ লাগা জায়গাগুলো স্পিরিট বা অ্যালকোহল দিয়ে ভাল ভাবে ঘষে নিন। তার পরে ঠান্ডা জলের নীচে ধরুন। তার পরে কেচে নিন।