ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে আজ, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Meeting) মেগা বৈঠক। দলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। বিকেল ৪টেয় শুরু হবে বৈঠক। বৈঠকে থাকবেন তৃণমূলের সব সাংসদ, বিধায়ক, পুরনিগমগুলির মেয়র, ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে ডাকা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে। পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবেন। এর সঙ্গেই থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও।
এছাড়াও, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা— সমস্ত শাখা সংগঠনের জেলার নেতৃত্বকে থাকতে বলা হয়েছে শনিবারের বৈঠকে। তৃণমূল সূত্রে খবর, বৈঠক থেকে বাদ রাখা হয়েছে দলের অধ্যাপক, প্রাথমিক শিক্ষক, বিদ্যালয় শিক্ষক এবং পার্শ্বশিক্ষকদের সংগঠনকে বাদ রাখা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গেল, যোগদানকারীর সংখ্যা়টা প্রায় ৪,৫০০। ভুতুড়ে ভোটার ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ে অভিষেক (Abhishek Banerjee Meeting) আজ দলকে বার্তা দিতে পারে বলে সূত্রের খবর। অভিষেকের এই বৈঠক তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Humayun Kabir : মমতার রোষে হুমায়ুন কবীর, বেফাঁস মন্তব্যের জেরে ফের শো-কজ
মমতার পর এবার আসরে অভিষেক (Abhishek Banerjee Meeting)
গত কয়েকদিন ধরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ সামনে এসেছে। এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে একাধিকবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ‘ভুয়ো ভোটার’ কার্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে নবান্নও। সম্প্রতি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ দেগে অভিযোগ করেন, পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এ সব করা হচ্ছে। ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দফতরে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সভানেত্রী অভিযোগ তুলেছেন, ‘ভূতুড়ে’ ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। তৃণমূল নেত্রীর আরও দাবি, ‘আধার কার্ডে কেলেঙ্কারি (Abhishek Banerjee Meeting)। বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটারদের নামও ঢোকানো হয়েছে।’ দুটি সংস্থার নাম উল্লেখ করে মমতার দাবি, বিজেপি এরাজ্যে তাদের পাঠিয়েছে ভোটার কার্ড জালিয়াতির জন্য। একেবারে হাতে কাগজ নিয়ে উদাহরণ টেনে সতর্ক করলেন দলীয় নেতা-কর্মীদের।
আরও পড়ুন: Mamata Banerjee: নাম না করেই শুভেন্দুকে নিশানা মমতার, সভাপতির পদ নিয়েই বিতর্ক?
ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন দলনেত্রী। ‘ভূতুড়ে’ ভোটার ধরতে ১০ দিনের ডেডলাইন বেঁধে দেন তিনি। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটিও গড়ে দিয়েছিলেন সমাবেশ থেকে। কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের (Abhishek Banerjee Meeting) একাধিক শীর্ষ নেতৃত্ব। জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।