ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অ্যাকোয়ারিয়াম (Aquarium) শখ অনেকেরই থাকে। কিন্তু অ্যাকোয়ারিয়ামের যত্ন নিতে গিয়েই শুরু হয় যত ভোগান্তি। বিশেষ করে অ্যাকোয়ারিয়ামের কাচের দেওয়ালে জমে থাকা শ্যাওলা পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য। তবে কিছু সহজ উপায় রয়েছে যেগুলি অনুসরণ করে অ্যাকোয়ারিয়ামের (Aquarium) শ্যাওলা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এতে পরিশ্রমও অনেক কম হয়।
আলো কমান (Aquarium)
অ্যাকোয়ারিয়ামের (Aquarium) মধ্যে যদি বেশি আলো থাকে, তবে শ্যাওলা বৃদ্ধি পেতে থাকে। তাই, আলো কমিয়ে দিলে শ্যাওলা নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়া, যদি বাইরের রোদ সরাসরি অ্যাকোয়ারিয়ামের উপর এসে পড়ে, সেক্ষেত্রে সেই দিকটি ঢেকে রাখুন। তবে, যদি অ্যাকোয়ারিয়ামে গাছ থাকে, তাহলে সতর্ক থাকতে হবে। কারণ, গাছগুলো আলোর অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
গাছের পরিমাণ বাড়ান (Aquarium)
অ্যাকোয়ারিয়ামে (Aquarium) গাছের সংখ্যা বাড়িয়ে দিলে শ্যাওলা কমানো সম্ভব। গাছগুলো জল থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে, এবং সেই সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে, শ্যাওলার জন্য প্রয়োজনীয় পুষ্টি ও কার্বন ডাই অক্সাইডের অভাব সৃষ্টি হয় এবং শ্যাওলা মারা যেতে শুরু করে।
চিংড়ি মাছ রাখুন
ছোট মাপের চিংড়ি মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা যেতে পারে, কারণ এরা শ্যাওলা খেতে খুব পছন্দ করে। চিংড়ি মাছ শ্যাওলা খেয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখে। তবে, কিছু মাছ চিংড়ি মাছকে খেয়ে ফেলে। তাই ভালো করে জানুন কোন মাছের সঙ্গে চিংড়ি রাখা যাবে এবং কোনটির সঙ্গে রাখা যাবে না।

শামুক রাখুন
শ্যাওলা কমাতে শামুকও একটি ভালো বিকল্প হতে পারে। শামুক শ্যাওলা খেয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখে। তবে শ্যাওলার পরিমাণ কমে গেলে, শামুকরা গাছের পাতায় আক্রমণ করতে শুরু করতে পারে। সুতরাং, শামুক রাখলে খেয়াল রাখতে হবে, যেন এটি গাছের ক্ষতি না করে।
আরও পড়ুন : Rasona Asan Episode 9: হোলি স্পেশাল মালপোয়া বানানো শিখুন ‘রসনা আসান’ নতুন এপিসোডে
‘অ্যালগি-ইটার’
বিশেষ ধরনের কিছু মাছ, যেমন ‘অ্যালগি-ইটার’ (Algae eater), শ্যাওলা খেতে খুব পছন্দ করে। তবে, এই ‘অ্যালগি-ইটার’ অ্যাকোয়ারিয়ামে রাখা অন্য কিছু মাছের আঁশ খেয়ে ফেলতে পারে। সেই কারণে মাছের ত্বকে সংক্রমণ হতে পারে, সেই সংক্রমণ থেকে মাছগুলো মারা যেতে পারে। তাই, যদি আপনি ‘অ্যালগি-ইটার’ মাছ রাখার সিদ্ধান্ত নেন, তাহলে আগে থেকে জানুন এটি কোন মাছের সঙ্গে রাখা উপযুক্ত।

আরও পড়ুন : Healthy Breakfast: কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, ব্রেকফাস্টে আনুন পরিবর্তন!
প্লেকো মাছ
প্লেকো মাছ, খুব শান্ত প্রকৃতির। কিন্তু শ্যাওলা পরিষ্কার করতে এর জুড়ি নেই। তবে, এরা ধীরে ধীরে আকারে খুব বড় হয়ে যায়। তাই একদম ছোট আকারের অ্যাকোয়ারিয়ামে এই মাছ রাখা ঠিক নয়। বড় অ্যাকোয়ারিয়ামে প্লেকো মাছ রাখলে তা শ্যাওলা পরিষ্কারে বড় ভূমিকা রাখবে।