ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজ়া ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা (Gaza Attack)। সেই হামলার আগে ইজ়রায়েল আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসসচিব। মার্কিন প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইজ়রায়েল।
গাজ়ায় গোলাবর্ষণ, ২০০ জনের মৃত্যু (Gaza Attack)
গাজ়া ভূখণ্ডে এই হামলায় পর পর গোলাবর্ষণ করা হয়েছে বলে জানা গেছে (Gaza Attack)। যে হামলায় ২০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। এই হামলায় আরও অনেক প্যালেস্টাইনি নাগরিকরা আহত হয়েছে। এই হামলায় বহু নাগরিক গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসসচিব লেভিড জানিয়েছেন, গাজ়ার হামলা করার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করেছিলেন ইজ়রায়েলের বিশেষ প্রতিনিধি দল।
মার্কিন প্রেসসচিবের হুঁশিয়ারি (Gaza Attack)
আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসসচিব জানিয়েছেন (Gaza Attack), প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন হামাস,হুথি ও ইরান শুধু ইজ়রায়েল নয়, আমেরিকাতেও সন্ত্রাস পাকাতে চায়। এর মূল্য তাঁদের চোকাতে হবে, তাদের উপর নরক বর্ষিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হামাসের পাল্টা হুঁশিয়ারি
ইজ়রায়েলের তরফ থেকে পর পর ব্যাপক হামলায় পাল্টা হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। এক হামাস নেতা ইজ়্জ়্ত আল-রিশেক হুমকির সুরে বলেছেন, নতুন করে হামলা চালিয়ে ইজ়রায়েল হামাসের কাছে পণবন্দি হওয়া নিজেদের নাগরিকদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ইজ়রায়েলের তরফ থেকে চালানো এই হামলা হামাস গোষ্ঠীর হাতে বন্দি থাকা ইজ়রায়েলি নাগরিকদের জন্য মৃত্যু পরোয়ানা হতে পারে বলেও ইজ়রায়েলকে সতর্ক করেছে প্যালেস্টাইনের এই সশস্ত্র গোষ্ঠী।
আরও পড়ুন: Assault Case in Bangladesh: ঘরে ঢুকে হিন্দু মা-মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত রাকিব মিয়ার খোঁজে পুলিশ!
দ্বিতীয় দফার যুদ্ধবিরতি না হওয়ায় হামলা
ঐ হামাস নেতা নতুন করে এই হামলা চালানোর পর জানিয়েছেন, এতদিন এত কূটনৈতিক দর কষাকষি করে ইজ়রায়েল যা পাইনি, যুদ্ধ করেও তারা সেটা পাবে না। এবছর জানুয়ারিতে আমেরিকা, মিশর ও কাতার এই তিনটি দেশের মধ্যস্থতা করে দেয়। যার পর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজ়রায়েল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এবছর ১৯ শে জানুয়ারি থেকে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই যুদ্ধবিরতি কার্যকর করার হওয়ার পর থেকেই হামাস ও ইজ়রায়েল দুই পক্ষই যুদ্ধবন্দিদের মুক্তি প্রক্রিয়াও শুরু করেছিল তাঁরা।

১ মার্চ পর্যন্ত প্রথম দফার যুদ্ধ বিরতির সময়সীমা শেষ হয়েছে। ইজ়রায়েল এই যুদ্ধ বিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে চাইছে। তবে যেহেতু দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হয়নি এখনও পর্যন্ত। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতের দিকে গাজ়া ভূখণ্ডে আবারও নতুন করে হামলা শুরু করে ইজ়রায়েল বাহিনী। ইজ়রায়েল দাবি করেছে, গাজ়ায় গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন: Fact Check: বাংলাদেশে আগুনের পাশে গাছে বেঁধে রাখা এই যুবক হিন্দু নয়, মুসলিম
নেতানিয়াহুর নির্দেশ
একটি সংবাদ সংস্থা দাবি করছে, যুদ্ধ বিরতি নিয়ে নতুন করে কোনো অগ্রগতি না হওয়ার জন্য এই হামলার নির্দেশ দিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইজ়রায়েলের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন হবে, ততক্ষণ হামলা চালিয়ে যাবে ইজ়রায়েল।