ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি’র মধ্যে (Virat Kohli Fan Moment) আইপিএলের উদ্বোধনী ম্যাচের মাঝেই মঠে ঢুকে পড়েছিলেন এক যুবক। আরসিবি’র ইনিংসের ১৩তম ওভারে বল করছেন হর্ষিত রানা। পঞ্চম বলে বাউন্ডারি মেরে বিরাট আইপিএলে তাঁর ৫৬তম অর্ধশতরান পূর্ণ করতেই ইডেনের হাইকোর্ট প্রান্তের গ্যালারির ‘জি’ ব্লক থেকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে রেলিং টপকে সটান মাঠে ঢুকে পড়েন এক বিরাট ভক্ত।
কেউ কিছু বুঝে ওঠার আগেই মাঠে ঢুকে বাইশ গজে বিরাট কোহলির (Virat Kohli Fan Moment) দিকে দৌড় লাগান ওই যুবক। দৌড়ে গিয়ে বিরাটের পা জড়িয়ে শুয়ে পড়ে ষষ্টাঙ্গে প্রণাম করেন। তারপরই উঠে দাঁড়িয়ে স্বপ্নের নায়ককে জড়িয়ে ধরলেন। বিরাটও তখন ঘটনার আকস্মিকতায় কিছুটা হতবাক। তবে মাটি থেকে ভক্তকে তুলে জড়িয়ে ধরে বুকে টেনে নেন। তারপর নিরাপত্তা রক্ষীরা মাঠে ঢুকে ওই যুবককে পাকড়াও করে মাঠের বাইরে নিয়ে যান। মাঠের জোরদার নিরাপত্তা থাকা সত্ত্বেও নিরাপত্তার বজ্রআঁটোনি টপকে কী করে এক দর্শক খেলার মাঝে মাঠে ঢুকে পড়ল! সেই নিয়ে প্রশ্ন উঠছে।
ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা (Virat Kohli Fan Moment)
আটক করার পর গত রাতেই ওই যুবককে গ্রেফতার করে ময়দান থানায় (Virat Kohli Fan Moment) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদের পর ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২/ ৩২৯(৩)/১২৫ ধারায় অপরাধমূলক অনুপ্রবেশের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতেও পেশ হয়। কী কারণে ওই যুবক মাঠে ঢুকেছিল, তার কোনও অন্য উদ্দেশ্য ছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Virat Kohli: ইডেনে উদ্বোধনী ম্যাচের মাঝেই ‘বিরাট’ কীর্তি
বিরাট ভক্তের বিস্ফোরক দাবি
জানা গিয়েছে, বছর আঠেরোর ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিড়া। পূর্ব বর্ধমানের পার্তাল-২, বাগ কালাপাহাড়, জামালপুরের বাসিন্দা। বাবার নাম মহাদেব পাখিড়া। ঋতুপর্ণ এই বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তবে শনিবার ইডেনে নিজের কীর্তি নিয়ে মোটেও অনুতপ্ত নয় বিরাটভক্ত ঋতুপর্ণ। বিরাট কোহলি তাঁর হৃদয়ে কতটা জায়গা জুড়ে আছে বা কী করে সে এত সাহস পেল, তা আবারও বুঝিয়ে দিল সে। রবিবার প্রিজন ভ্যান থেকে আদালতে নামার সময় ঋতুপর্ণ বলে, ‘কোনও আফসোস নেই। বিরাট আমার কাছে ভগবান। বিরাটের জন্য সব করতে পারি।’