ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের ভাটভা রেল স্টেশনের কাছে বুলেট ট্রেনের (Bullet Train Accident) কাজের সময় একটি ভারী ক্রেন ভেঙে পড়ে, যার ফলে দু’জন আহত হয়েছেন। অহমদাবাদে চলছিল বুলেট ট্রেনের লাইনের দু’টি স্তম্ভের মাঝে কংক্রিটের কাঠামো বসানোর কাজ। তখনই রেললাইনের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন। রবিবার রাতের ওই দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা।
স্ল্যাব বসানোর ক্রেন ভেঙে পড়ে (Bullet Train Accident)
আমেদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ভাটভা রোডে দ্রুত গতির বুলেট ট্রেন (Bullet Train Accident) প্রকল্পের দু’টি স্তম্ভের মাঝে একটি কংক্রিটের স্ল্যাব বসানোর ক্রেন ভেঙে পড়ে। রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে অন্তত ৫১টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে।
রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে (Bullet Train Accident)
ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল) একটি বিবৃতিতে বলেছে , “২৩ মার্চ রাত ১১টার আগে অহমদাবাদের কাছে ভাটভায় রেললাইনে কংক্রিটের স্ল্যাব বসানোর জন্য ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে (Bullet Train Accident)। এর ফলে আশপাশের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এনএইচএসআরসিএল-এর ঊর্ধ্বতন আধিকারিকেরা।
২৫টি ট্রেন বাতিল
কর্ণবতী এক্সপ্রেস, গুজরাত কুইন, গুজরাত এক্সপ্রেস এবং বেশ কিছু ইন্টারসিটি এক্সপ্রেস-সহ মোট ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে। আংশিক ভাবে বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে শতাব্দী এক্সপ্রেস, মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস, সবরমতী এক্সপ্রেস এবং শান্তি এক্সপ্রেস। এ ছাড়া, হাওড়া এক্সপ্রেস-সহ পাঁচটি ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। গতিপথ পরিবর্তন করা হয়েছে ওখা-গোরখপুর এক্সপ্রেস-সহ আরও ছয়টি ট্রেনের। ৫১ টি ট্রেনের সময়সূচী বদলানো হয়েছিল। যার ফলে ভোগান্তি হয়েছে যাত্রীদের।