ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে (Wife Slapped Husband) এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলাকে তার স্বামীকে নৃশংস ভাবে মারতে দেখা গেছে। ভিডিওটি স্বামী নিজেই রেকর্ড করেছেন বলে জানা গেছে।
ভাইরাল ভিডিও (Wife Slapped Husband)
ভিডিওতে দেখা গেছে, মহিলাটি বারবার ক্যামেরা বন্ধ করতে (Wife Slapped Husband) বলছেন, কিন্তু স্বামী ভয় পেয়েও তা মানছেন না। এরপরও মহিলাটি তাকে চড় মারেন, গলা টিপে দেন এবং মারতে থাকেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রী তার থেকে ১০ লক্ষ টাকা দাবি করছিলেন এবং না দিলে মিথ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা দায়ের করার হুমকি দিয়েছিলেন।
টাকার জন্য চাপ
স্বামী জানান, তার বাবার মৃত্যুর পর থেকেই স্ত্রী টাকার জন্য চাপ দিতে শুরু করেন। টাকা না পেয়ে তিনি তাকে মারধর করেন এবং মিথ্যা মামলার ভয় দেখান। পরে স্বামী পুলিশে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: Pilot Forget Passport: পাসপোর্ট ছাড়াই উড়ল বিমান, পাইলটের কাণ্ডে হতবাক নেটপাড়া!
পুলিশের তদন্ত
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ডোমেস্টিক ভায়োলেন্স শুধু নারীদের ক্ষেত্রেই নয়, পুরুষরাও এর শিকার হতে পারেন, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করল। সমাজে এই ধরনের হিংসার বিরুদ্ধে সচেতনতা বাড়ানো জরুরি।