ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংখ্যালঘু নিপীড়নে গত কয়েক দিন ধরে ফের শিরোনামে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণই নেই। বরং দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে বাংলাদেশের অবস্থা। একদিকে সংখ্যালঘুদের উপর অত্যাচার অন্যদিকে সেদেশের একটি অংশের কট্টরপন্থী মনোভাবের জেরে ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে ভারত-বাংলাদেশর কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার চরম অসম্মানের জের, এবার বাংলাদেশিদের বয়কট করল ত্রিপুরা সরকার।
সোমবার রাতে একটি প্রেস বিবৃতি দিয়ে বাংলাদেশিদের সবরকম পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করল ত্রিপুরা রাজ্য সরকার। জানানো হয়েছে, ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট মালিকদের অ্যাসোসিয়েশনের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকরা এ রাজ্যে এলে আমরা তাঁদের সম্মান দিয়ে থাকি। তাঁদের পরিষেবার কোনও ত্রুটি হয় না। অথচ, সাম্প্রতিক সময়ে সে দেশের এক শ্রেণির জনগণ ভারতের পতাকার অপমান করার পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। তারই প্রতিবাদে ত্রিপুরার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কোনও বাংলাদেশি ত্রিপুরায় আর কোনও হোটেল পরিষেবা পাবেন না।
আরও পড়ুন: https://tribetv.in/again-potato-price-hike/
আরও পড়ুন: https://tribetv.in/ed-raid-ongoing-in-various-private-medical-colleges/
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিদিনই প্রচুর মানুষ ভারতে আসেন চিকিৎসা করাতে। অনেকেই আবার আসেন ঘুরতে, কেনাকাটা করতে। কলকাতা এবং ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ভাষা সাদৃশ্য থাকায় বেশিরভাগ বাংলাদেশিই এই দুই রাজ্যে এসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু গত ৫ অগাস্টের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা অব্যাহত। মৌলবাদীদের হাতে আক্রান্ত সংখ্যালঘুরা। মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে লাগাতার হামলা চলছেই। বেছে বেছে টার্গেট করা হচ্ছে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের। ভাঙচুর করা হচ্ছে বাড়ি-ঘর, দোকান বাজারেও অব্যাহত কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবলীলা। বাংলাদেশের চরম এই অরাজনৈতিক পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিলো পড়শি রাজ্য ত্রিপুরা সরকার।