ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুটিং করতে গিয়ে এ কি কাণ্ড ঘটালেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ? বড় বিপত্তি। আহত হলেন অভিনেতা। এখন কেমন আছেন তিনি? চোট কি খুব গুরুতর?
আঙুলে চোট (Varun Dhawan)
এই মুহূর্তে বলি অভিনেতা (Varun Dhawan) তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ (Hai Jawani Toh Ishq Hona Hai) ছবির শুটিংয়ে ব্যস্ত। শুটিংয়ের মাঝেই তিনি আহত হলেন। তাঁর সাথে যে দুর্ঘটনা ঘটেছে, তা তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন। বরুণের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বলছে, তাঁর হাতের আঙুলে বেশ লেগেছে। যার কারণে হাতে বরফ দিতে হচ্ছে। সাথে অভিনেতা লেখেন, আঙুল ঠিক হতে কতদিন সময় লাগে? যদিও কিভাবে চোট লাগল এবং সেই চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে অভিনেতা কিছু বলেননি। তবে এটুকু স্পষ্ট, তিনি চোট পেয়েছেন। অভিনেতার এহেন অবস্থা দেখে চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা।
শুটিংয়ের মাঝে খুনসুটি (Varun Dhawan)
শোনা যাচ্ছে, গত ২২ মার্চ থেকে ঋষিকেশে (Rishikesh) আউটডোরে শুটিং হচ্ছিল। খুব শীঘ্রই শুটিং শেষ হওয়ারও খবরও মেলে। কিন্তু তার আগেই অভিনেতার (Varun Dhawan) পোস্ট দেখে রীতিমত চমকে যান সকলে। তাছাড়া এখন বলি তারকা ভীষণ ব্যস্ত। হাতে পর পর বেশ কয়েকটি কাজ রয়েছে। ঋষিকেশে শুটিংয়ের মাঝেই চলে খুনসুটি। ছবির নায়িকা পূজা হেগরের (Pooja Hegde) হাত ধরে জলে ঝাঁপ দেন। মজা করে লিখেও ছিলেন, “জাওয়ানি হ্যায় তো জাম্প মারনা হ্যায়।” বেশ স্পষ্ট বোঝা যায়, সবাই মজা করেই সময় কাটাচ্ছেন। আর এর মাঝেই অভিনেতা চোট পেলেন। বরুণ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নানান মজার পোস্ট করেন। এমনকি শুটিংয়ের ফাঁকে যে খুনসুটি চলে, সেটাও তালিকা থেকে বাদ পড়ে না।
আরও পড়ুন: Antaratma: “শাকিব স্ট্রং অভিনেতা”, সেটে থাকলে কী হয়? ‘অন্তরাত্মা’ নিয়ে অকপট দর্শনা
নায়িকার সঙ্গে জুটিতে পোস্ট
গত বাইশে মার্চ থেকে নতুন এই ছবির শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই ছবির নায়িকার সঙ্গে জুটিতে একাধিক ছবি থেকে শুরু করে ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। এমনকি একটি ভিডিওতে দেখা যায়, নায়ক নায়িকা মিলে গঙ্গা আরতি করছেন। আরেকটি ছবিতে দেখা যায়, বরুণ জল দিচ্ছেন চারা গাছে।
আরও পড়ুন: Sonu Sood: ভয়াবহ দুর্ঘটনা, বরাতজোরে বাঁচলেন সোনু সুদের স্ত্রী! এখন কেমন আছেন?
চিন্তিত ভক্তরা
অভিনেতা বারংবার শুটিংয়ে এভাবে আহত হওয়ায় বেশ উদ্বিগ্ন ভক্তরা। এর আগেও ফেব্রুয়ারিতে চোট পেয়েছিলেন তিনি। এই মুহূর্তে বরুণের হাতে রয়েছে ‘বর্ডার ২’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এর মতো কিছু ছবি। কিছুদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে তাঁর ‘বেবি জন ‘ ছবি। বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। যদিও এই নিয়ে অভিনেতার অনুরাগীদের আক্ষেপ নেই। বরং নতুন প্রজেক্টের দিকে তাকিয়ে আছে সবাই। বলিউডের অন্দরে এও শোনা যাচ্ছে, বরুণ তাঁর নতুন প্রজেক্টের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করার চেষ্টা করবেন। বরুণের নতুন ছবিগুলো বক্স অফিসে কতটা সফলতার মুখ দেখবে, সে প্রশ্নের উত্তর এখন সময়ের গর্ভে। তবে এই ছবিগুলিতে পরিশ্রমে বিন্দুমাত্র ফাঁক রাখছেন না অভিনেতা।