ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভয়ানক দুর্ঘটনার কবলে সোনু সুদের (Sonu Sood) স্ত্রী সোনালী সুদ (Sonali Sood) । রীতিমত দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। ঘটনাটি ঘটেছে নাগপুরে। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতার স্ত্রী। এখন কেমন আছেন? হাসপাতাল থেকে অভিনেতা কী জানালেন? কীভাবেই বা ঘটল দুর্ঘটনা? দুর্ঘটনার খবর পেয়ে দেরি করেননি সোনু। মুম্বাই থেকে দ্রুত চলে যান নাগপুরে।
আহত তিন জন (Sonu Sood)
নাগপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হয়েছেন সোনু সুদের (Sonu Sood) স্ত্রী সোনালী সুদ। জখম হয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। শোনা যাচ্ছে, চালকের আসনে ছিলেন সোনুর বোনপো। এছাড়াও ওই গাড়িতে সোনালীর সঙ্গে ছিলেন তাঁর বোন। তিন জনই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার গভীর রাতে মুম্বাই-নাগপুর জাতীয় সড়কে।
ট্রাকের ধাক্কা (Sonu Sood)
সোনালী তাঁর দিদির ছেলেকে নিয়ে নাগপুরের দিকেই যাচ্ছিলেন (Sonu Sood)। হঠাৎ তাঁর গাড়িতে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় তাঁদের গাড়ি। গাড়িটির অবস্থা খারাপ হলেও, সৌভাগ্যবশত সোনালী সহ গাড়িতে থাকা তিনজন গুরুতর চোট পাননি। তবে আগামী ২৪ ঘন্টা তাঁদেরকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে।
কী বললেন সোনু সুদ?
প্রথমে গাড়ির অবস্থা দেখে সোনু সুদ ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তাই গাড়ি চালানোর সময় সবাইকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাঁর স্ত্রী সুস্থ আছেন। এই ঘটনাকে সোনু মনে করছেন দৈবকৃপা ছাড়া আর কিছুই নয়। বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন সোনালী এবং তাঁর সহযাত্রীরা। এই ঘটনা শোনার পর, অভিনেতা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। সোনুকে বলতে শোনা যায়, “সোনালী এখন ভালো আছে। বরাত জোরে বেঁচে গিয়েছে। ওম সাই রাম।”
আরও পড়ুন: Sonu Nigam: সোনু নিগমকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর! মঞ্চে উঠতেই তাঁর সাথে কী ঘটল?
প্রচারের আলো থেকে দূরে
১৯৯৬ সালে সোনালীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোনু সুদ। অভিনেতার স্ত্রী একজন প্রযোজক। সোনু বলিউডের ক্যামেরা অ্যাকশনের প্রচার আলোয় থাকলেও, সোনালী প্রচারের আলো থেকে দূরেই থাকেন। সোনালী এবং সোনুর দুই সন্তান আয়ান এবং ঈশান্ত।
সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত
প্রসঙ্গত, গোটা দেশ অভিনেতা সোনু সুদকে শুধুমাত্র তাঁর অভিনয়ের জন্য নয়, ভালো কাজের জন্য মনে রেখেছে। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শুধু তাই নয়, করোনাকালীন সময়ে নিজের পয়সা খরচ করে বহু পরিযায়ী শ্রমিককে তিনি বাড়ি ফিরিয়েছিলেন। অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, ফতেহ্ ছবিতে। যে ছবিটি তৈরি হয়েছিল মহামারীর করুণ পরিস্থিতি নিয়ে। যদিও বক্স অফিসে ছবিটি সেভাবে সফল হয়নি। তবে দর্শকের মনে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে ১০০ শতাংশ সফল অভিনেতা সোনু সুদ।