ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার আমডাঙার (Amdanga Incident) চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে উদ্ধার হল মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ। স্থানীয় কৃষকরা সকালে চাষ করতে গিয়ে ওই মৃতদেহ প্রথম দেখতে পান। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শরীরের বেশ কিছু জায়গা পোড়া (Amdanga Incident)
সকালে আমডাঙার (Amdanga Incident) হরিশচন্দ্রপুরের ওই জমিতে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। মাঠের মধ্যেই কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে যেতেই কৃষকরা আঁতকে ওঠেন। সেখানে পড়ে থাকতে দেখা যায় এক মহিলার আধপোড়া অর্ধনগ্ন মৃতদেহ। শরীরের বেশ কিছু জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগিয়ে গিয়ে দেখেন, দুই পায়ের উপরের অংশ, পেটের কাছের অংশ একেবারে ঝলসানো। শরীরের ঊর্ধ্বাঙ্গও কিছুটা পোড়া। হাতে শাখা পলা, সিঁদুর। পুলিশে খবর দেন কৃষকরা।
মহিলা স্থানীয় নন (Amdanga Incident)
খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ওই মহিলা স্থানীয় নন বলেই প্রাথমিক খবর। ‘ধর্ষণ’ করে তাঁকে ‘খুন’ করা হয়েছে বলে আনুমান করছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকা ও আশপাশের কোনও মহিলা নিখোঁজ আছে কিনা? সেই খোঁজও শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।