ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে (Asansol News) ক্যান্সার বিভাগ বড় সাফল্য পেল অস্ত্রপ্রচারের ক্ষেত্রে। হাসপাতাল সূত্রে খবর, বৃহদঅন্ত্রে ক্যান্সার আক্রান্ত এক রোগীর সফল অস্ত্র প্রচার হয়। বর্তমানে ওই রোগী সুস্থ।
জামুরির বাসিন্দা ৩৫ বছরের শেখ আনোয়ার পেটে ব্যথা নিয়ে হাসপাতালের বর্হি বিভাগে দেখাতে আসেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা বুঝতে পারেন ওই রোগী ক্যান্সার আক্রান্ত (Cancer Treatment)। তার বৃহদঅন্ত্র অর্থাৎ ক্লোন ক্যান্সার আক্রান্ত।
ক্যান্সার বিভাগের ডাক্তার অমিত গুপ্তার অধীনে ওই রোগীর চিকিৎসা শুরু হয় (Asansol News)। হাসপাতাল (Asansol News) সুপার নিখিল চন্দ্র দাস জানান, গত বছরের ডিসেম্বর মাসের ২৪ তারিখ ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় ক্যান্সার বিভাগের ডাক্তার অমিত গুপ্তার অধীনে। তার নেতৃত্বেই গঠন করা হয় মেডিকেল টিম। সেই টিম বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন। ওই ব্যক্তির বৃহদঅন্ত্র বাদ দেওয়া হয় পরে অন্য নাড়ির সঙ্গে যোগ করা হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে ওই রোগী সুস্থ।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-flat-collapse-news-at-baghajatin-areas/
তিনি আরও বলেন, ”এই হাসপাতালে (Asansol News) যা পরিকাঠামো আছে তাতে সাধারণত এই ধরনের অস্ত্রপ্রচার করা হয় না। তবে এই হাসপাতালের ক্যান্সার বিভাগের চিকিৎসক এবং তার চিকিৎসক এবং প্যাথলজিস্ট এই অভূতপূর্ব সফলতা এনেছেন যা সুপার স্পেশালিটি হাসপাতালের একটা গর্বের বিষয়।”
আরও পড়ুন: https://tribetv.in/due-to-power-work-100-hours-local-train-cancel-news/
ক্যান্সার চিকিৎসক (Cancer Specialist) অমিত গুপ্তা বলেন, ”পেটে ব্যথা নিয়ে এই রোগী জেলা হাসপাতালে আসেন। খুব দ্রুত তার শরীরের ওজন হ্রাস পাচ্ছিলো। ওই রোগীর পেটের সিটি স্ক্যান করে দেখা যায় বৃহদঅন্ত্রে টিউমার আছে (Asansol News) । পরে বায়োপসি করে দেখা যায় ওই টিউমার ক্যান্সারে পরিণত হয়েছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রপ্রচারের। বর্তমানে ওই রোগী সুস্থ এবং অস্ত্রপ্রচার পরবর্তী জন্য বায়োপসির জন্য এই হাসপাতালেরই বায়োপসি বিভাগে পাঠানো হয়েছে।” আনোয়ার শেখ বলেন, ”আগের থেকে তিনি অনেকটাই সুস্থ”। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি (Asansol News) ।