ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টিআরপি তালিকায় (TRP List) বড় বদল। প্রথম তিনে জায়গা করে নিল জি বাংলার (Zee Bangla ) ধারাবাহিক। রীতিমত বাজিমাত করল ফুলকি (Phulki)। প্রথম পাঁচ থেকে বেরিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চলতি সপ্তাহে আবার নিজের জায়গা দখলে নিল। এবারও শীর্ষ জায়গা ধরে রাখল পরিণীতা (Parineeta)। কত রেটিং পেল?
অপেক্ষার অবসান (TRP List)
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানেই অধীর আগ্রহে অপেক্ষার পালা। কারণ এই দিনই ধারাবাহিকের টিআরপি লিস্ট (TRP List) প্রকাশ্যে আসে। তারপরেই ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে শুরু হয়ে যায় রেষারেষি। কোন ধারাবাহিক এগিয়ে গেল, কোন ধারাবাহিক পিছিয়ে গেল, কার ঝুলিতে জমা পড়ল কত রেটিং? সেটা জানতে অপেক্ষা করেন অনেকেই। চলতি সপ্তাহের টিআরপির লিস্ট বলছে, নতুন বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা পোক্ত করছে। অপরদিকে যে ধারাবাহিক গুলো বিগত কয়েক সপ্তাহে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল, তারা আবার নিজেদের জায়গায় ফিরে এসেছে।
প্রথম পাঁচে কারা? (TRP List)
চলতি সপ্তাহে টিআরপির তালিকা (TRP List) অনুযায়ী, প্রথম পাঁচে রয়েছে জি বাংলার চারটি ধারাবাহিক এবং স্টার জলসার তিনটি ধারাবাহিক। পরিণীতা রয়েছে প্রথমে। প্রাপ্ত রেটিং ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত রেটিং ৬.৮। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, প্রাপ্ত রেটিং ৬.৬। অপরদিকে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ এবং পরশুরাম আজকের নায়ক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৩। ৫.৯ রেটিং পেয়ে যৌথ ভাবে পঞ্চম স্থানে রয়েছে কথা এবং কোন গোপনে মন ভেসেছে।
প্রথম দশে কারা?
৫. ৮ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। ৫.৭ রেটিং পেয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে গীতা এলএলবি এবং চিরদিনই তুমি যে আমার। ৫.৫ রেটিং পেয়ে অষ্টম স্থানে রয়েছে চিরসখা। ৫.২ রেটিং পেয়ে নবম স্থানে যৌথ ভাবে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই।
আরও পড়ুন: Payel Sarkar: নির্যাতিতা পায়েল, ইন্ডাস্ট্রিতে কাজে অসুবিধা! কোন ‘প্রশ্ন’ তুললেন অভিনেত্রী?
সেরা স্থানে পরিণীতা
ফুলকি কিছু সপ্তাহ আগে পর্যন্ত প্রথম পাঁচের মধ্যেই জায়গা করেছিল। কিন্তু বিগত সপ্তাহে খুব একটা রেটিং ভালো করেনি। আবারও নিজের জায়গায় ফিরে এসেছে ফুলকি। অপরদিকে জগদ্ধাত্রী তিন থেকে চলে এসেছে দুই নম্বর স্থানে। তবে এখনও পর্যন্ত সেরা জায়গা ধরে রেখেছে পরিণীতা । এবারও বেঙ্গল টপার ঈশানি এবং উদয়ের ধারাবাহিক। এই ধারাবাহিকের ঘাড়েই নিশ্বাস ফেলছে পরশুরাম আজকের নায়ক। যদিও পরশুরাম এ সপ্তাহে টিআরপিতে জায়গা করেছে চতুর্থ স্থানে।
আরও পড়ুন: Chirodini Tumi Je Aamar: ষড়যন্ত্রের শিকার, দিতিপ্রিয়াকে ভুল বুঝলেন জিতু! এবার কী করবেন অভিনেত্রী?
পুরনো ফর্মে শ্বেতা-রণজয়ের ধারাবাহিক
সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথা শোনা যাচ্ছিল। এমনকি বহু নেটিজেন অভিযোগের আঙ্গুল তুলেছিলেন লেখকের দিকে। ট্রোল করে বলতে থাকে, ধারাবাহিকে নায়ক নায়িকার মিল দেখানো হবে না। তবে শ্বেতা এবং রণজয় অভিনীত এই ধারাবাহিক আবারও যে পুরনো ফর্মে ফিরছে, তার প্রমাণ এবারের টিআরপি।