ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বারবার চেষ্টা করেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেভাবে দাঁত ফোটাতে পারেনি এবিভিপি। সরাসরি না হলেও এই ছাত্র সংগঠনটি অলিখিতভাবে বিজেপি সমর্থিত। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) আরএসএসের মুখপত্রে। সেখানে বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির কড়া সমালোচনা করা হয়েছে। শুধু পড়ুয়াদেরই নয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশকেও দায়ি করা হয়েছে আরএসএসের মুখপত্র স্বস্তিকাতে।
ভারত বিরোধী কার্যকলাপের আঁতুর ঘর যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)
কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে আন্দোলনরত এক ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় যাদবপুরে। তার রেশও চলে বেশ কিছুদিন। ঘটনার প্রতিবাদে এসএফআইসহ বাম ছাত্র সংগঠনগুলি ছাত্র ধর্মঘটও পালন করে। দীর্ঘদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) বাম-অতিবাম ছাত্র সংগঠনগুলির শক্ত ঘাঁটি। হোক প্রতিবাদ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বর্তমানে তৃণমূলের মন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় তত্কালীন রাজ্যপাল জগদীপ ধনকর বিশ্ববিদ্যালয়ে যান বাবুলকে উদ্ধার করতে।

আরও পড়ুন: TMC: বেপাত্তা বিধায়কদের খোঁজে তৃণমূলের বৈঠক, তবে কী শাস্তির বিধান?
বাম ছাত্রদের এই ঘাঁটির এবার কড়া সমালোচনা আরএসএসের মুখপত্র স্বস্তিকাতে। বলা হয়েছে, ‘এখানে বিভিন্ন বিভাগে ঘটিয়াছে পঠন পাঠন ও গবেষনার অন্তর্জলি যাত্রা’। এর জন্য মুক্তচিন্তা সম্পন্ন ও প্রগতিশীল বাম এবং অতিবাম ছাত্র এবং অধ্যাপকদের দায়ী করা হয়েছে। মুখপত্রে বাম-অতিবামদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিং, যৌন নির্যাতন, মদ-গাঁজা সেবনের পুরোভাগে রয়েছে এরা। যোগ করা হয়েছে, বহু বছর ধরে ভারত বিরোধী কার্যকলাপের আঁতুর ঘর হয়েছে এই বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যদিও এর পালটা জবাব দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃত করার লক্ষ্যেই এইসব বলা হচ্ছে।
আরও পড়ুন: Amit Shah: মার্চের শেষে বাংলায় আসছেন না শাহ, পিছিয়ে গেল শাহী সফর
রাজনৈতিক মহলের একাংশের মতে এর আগে বাম ঘাঁটি দিল্লির জেএনইউকেই একইভাবে টার্গেট করা হয়েছিল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ঘাঁটিতে থাবা বসানোর চেষ্টা হচ্ছে। তবে তা আদেও সম্ভব হবে কীনা উত্তর দেবে সময়।