ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিনদিনের মাথায় শোকজের জবাব (Humayun Kabir Show Cause Response) দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুক্রবার সকালে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা, বিধানসভার তৃণমূলের (TMC) শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে, শোকজের উত্তর দিয়েছেন তিনি।
শোকজের জবাব হুমায়ুনের (Humayun Kabir Show Cause Response)
আগেও প্রকাশ্যে বহুবার বেফাঁস মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। কিন্তু এবারে বেফাঁস মন্তব্য করে রীতিমতো বিপাকে পরে গিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (MLA TMC)। আর সেই বেফাঁস মন্তব্যর জেরে তৃণমূল কংগ্রেসের (TMC) পরিষদীয় শৃঙ্খলাভঙ্গ কমিটির তরফে তাঁকে শোকজ করা হয় (Humayun Kabir Show Cause Response)। ধমকের পাশাপাশি, ৩ দিনের মধ্যে বিধায়ককে জবাব দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Chief Minister) । সেই নির্দেশ মেনে ৩ দিনের মাথায় নিজের শোকজের জবাব দিয়েছে হুমায়ুন কবির (Humayun Kabir)
হুমায়ুনের বেঁফাস মন্তব্য (Humayun Kabir Show Cause Response)
কি এমন বলেছিলেন হুমায়ুন কবির (Humayun Kabir), যার কারণে তাঁকে শোকজ করা হলো? প্রকাশ্যে তৃণমূল বিধায়ক দাবি করেছিলেন, কিছু নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আর এই মন্তব্যের জেরেই বিতর্ক দানা বাঁধে শাসক শিবিরের অন্দরে। তড়িঘড়ি বিধায়ককে শোকজ করে ৩ দিনের মধ্যে এমন মন্তব্যের কারণ জানতে চেয়ে জবাব (Humayun Kabir Show Cause Response) দেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Mamata Banerjee News: ওয়াকফ বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা
কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক (National Working Committee Meeting)
গত সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে (National Working Committee Meeting), দলের শৃঙ্খলারক্ষার স্বার্থে একাধিক সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই মঙ্গলবার নির্দেশের তোয়াক্কা না করে বেফাঁস মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এরপর বুধবারই তাঁকে শোকজ করে জবাব চাওয়া হয় দলের তরফে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় গিয়েছিলেন হুমায়ুন কবির (Humayun Kabir)। পরবর্তীতে শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে নিয়ে যান মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে।
হুমায়ুনকে ধমক মুখ্যমন্ত্রীর
হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিজের ঘরেই রীতিমতো ধমক দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন “তোমাকে এত কথা বলতে কে বলেছে?” “তোমার বিরুদ্ধে কী পদক্ষেপ হবে, তা আমি দেখবো।” ধমকের পরই বিধায়ককে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
আরও পড়ুন: Kuntal Ghosh Bail: নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন, ২৩ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল ঘোষ
শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে জবাব হুমায়ুনের
মুখ্যমন্ত্রীর (Chief Minister) ধমকের পরই শুক্রবার সকালে বিধানসভায় গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandev Chatterjee) কাছে নিজের উত্তর দেন হুমায়ুন কবির। তৃণমূল বিধায়কের দাবি, বারবার কথা বলতে চেয়েও কাজ হয়নি। তাই এহেন আচরণ করে ফেলেছেন। পাশাপাশি ক্ষমাও চেয়ে নেন তিনি।
শোকজের জবাবের পরেও ক্ষোভ
এদিকে শোকজের জবাব দেওয়ার পরেও বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন হুমায়ুন কবির (Humayun Kabir)। কল্যাণ বন্দ্যোপাধ্যাকে (Kalyan Banerjee) নিশানা করে হুমায়ুনের প্রশ্ন, তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? গ্রামের বিধায়ক বলে এমন বিচার?’ প্রশ্ন তুলে সরব হন বিধায়ক। আগামীতে গ্রামের তৃণমূল কর্মীদের (TMC) নিয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির।