ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেলবোর্নে কনসার্ট করতে গিয়ে দর্শকের কটাক্ষের শিকার হন নেহা কক্কর (Neha Kakkar)। নির্দিষ্ট সময়ের থেকে তিন ঘন্টা দেরিতে কনসার্টে পৌঁছোন নেহা। আর সেই কারণেই দর্শকের কাছে তাঁকে শুনতে হয় গো ব্যাক শ্লোগান। লাগাতার কটুক্তির মুখে পড়ে শ্রোতা-দর্শকদের সামনেই সেদিন কেঁদে ফেলেন ‘অপমানিত’ নেহা। গায়িকার চোখে জল দেখার পরও চিঁড়ে ভেজেনি! পালটা ‘কুমিরের কান্না’ বলে আক্রমণ করা হয় তাঁকে। কেউ আবার বলেন ছিচ কাঁদুনে।
‘অবশ্যই আপনার অনুতাপ হবে’ (Neha Kakkar)
গায়িকাকে মঞ্চের উপর কাঁদতে দেখে দর্শকাসন থেকে মন্তব্য আসে, “নাটক করবেন না। এটা রিয়্যালিটি শো নয়।” বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়ায় নেহা (Neha Kakkar) লিখেছেন, “সত্যিটা জানার জন্য অপেক্ষা করুন শুধু। সত্যি জানতে পারলে পরে অবশ্যই আপনার অনুতাপ হবে।” নেহা যদিও বলেছেন কিছু সমস্যার জন্যই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেন নি তিনি।
সন্ধেটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে (Neha Kakkar)
অনুষ্ঠানে দেরিতে পৌঁছে প্রথমেই নেহা বলেছিলেন, “আপনারা সত্যিই ভাল। অনেক ক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এত ক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধেটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বার করেছেন। শোয়ের শেষে যাতে সকলে আপনারা নাচেন তার দায়িত্ব আমি নিচ্ছি।” তার পরেও কটাক্ষের মুখে পড়তে হয় নেহাকে।
আরও পড়ুন: Salman Khan Watch: সালমানের ঘড়ি নিয়ে আলোচনা তুঙ্গে, দাম শুনলে কপালে উঠবে চোখ! দেখুন ভিডিয়ো