ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur Incident) এক মহিলার স্বামী প্রলোভন দেখিয়ে একাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগে স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী। স্বামীর হোয়াটসঅ্যাপ খুলে স্বামীর কুকীর্তির কথা জানতে পারেন স্ত্রী। নির্যাতিতাদের সঙ্গে যোগাযোগ করেন। এক নির্যাতিতা অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
পরিচয় গোপন রেখে সম্পর্ক (Nagpur Incident)
অভিযুক্ত যুবকের ছোট একটি পানের দোকান রয়েছে। জানা যাচ্ছে ওই ব্যক্তি বিবাহিত এবং এক সন্তানের পিতা। তবুও নিজের আসল পরিচয় গোপন রেখে একাধিক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন (Nagpur Incident)। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ যে, আপত্তিকর ছবি কিংবা ভিডিয়ো দেখিয়ে ওই মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন তিনি। আব্দুল সারিক কুরেসি। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ওই মহিলাদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলার কথা বলতেন বলেও অভিযোগ। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
স্বামীর বিরুদ্ধে অভিযোগ (Nagpur Incident)
ওই মহিলা তাঁর স্বামীর হোয়াটসঅ্যাপ হ্যাক করেন। তিনি অন্য মহিলাদের সঙ্গে তাঁর স্বামীর আপত্তিকর অবস্থার ছবি এবং কী ভাবে তাঁদের ব্ল্যাকমেল করা হয়েছে তা জানতে পারেন তা দেখেই জানতে পারেন অনেক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাঁদের ব্ল্যাকমেল করেছেন তাঁর স্বামী। ১৯ বছরের এক কিশোরীকেও একই ভাবে নির্যাতন করেছেন তাঁর স্বামী বলেও জানতে পারেন তিনি। ওই কিশোরীকে দিয়েও থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিয়েছেন ওই মহিলা।
আরও পড়ুন: Fact Check: ফসলে বুলডোজার, সর্বস্ব হারিয়ে ‘আত্মঘাতী’ মধ্যপ্রদেশের কৃষক দম্পতি?
ধর্ষণ-সহ একাধিক অভিযোগ
অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের পাচপাওলি থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হলে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায়। তাঁকে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে, তাকে আরও কয়েকদিন নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। থানার সিনিয়র ইন্সপেক্টর বাবুরাও রাউত জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক অভিযোগের মামলা রুজু করা হয়েছে।